প্রতিনিধি মোহনপুর:-শুক্রবার গভীর রাতে বামুটিয়ার ছোট আমতলী সংলগ্ন পাল পাড়াতে ওয়াটার পাম্পের একটি পরিত্যক্ত কোয়াটারে অগ্নিসংযোগ ঘটে। তাতে পুড়ে ছাই হয়ে যায় গোটা ঘর। প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজে হাত লাগায় স্থানীয় জনতা। ঘটনার খবর পেয়ে ছুটে আসে মোহনপুর দমকল বিভাগের কর্মীরা।
যদিও স্থানীয় জনগণ দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে আসার আগেই আগুন নিয়ন্ত্রণে রাখতে জল ব্যবহার করে উপযুক্ত পদক্ষেপ নেয়। দীর্ঘদিন যাবত এই ঘরটি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। ছিলনা কোন বিদ্যুৎ সংযোগ। কিন্তু তারপরেও কিভাবে এই অগ্নি সংযোগ ঘটেছে তা নিয়ে উঠছে প্রশ্ন। ধারণা করা হচ্ছে স্থানীয় কিছু স্বার্থান্বেষী মানুষ এই জমি দখল করার উদ্দেশ্যেই পরিত্যক্ত ঘরটিকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। তবে স্থানীয়দের প্রচেষ্টায় এবং দমকল বিভাগের উপযুক্ত পদক্ষেপে আগুন অন্যান্য বাড়ি ঘর পর্যন্ত ছড়ায়নি।
পরিত্যক্ত কোয়াটার অগ্নিসংযোগ
111