Home » একমাস ব্যাপী বাংলা সংস্কৃতি বলইয়ের পরিচালিত অনুষ্ঠান এবং প্রতিযোগিতা সম্পন্ন হতে চলেছে।

একমাস ব্যাপী বাংলা সংস্কৃতি বলইয়ের পরিচালিত অনুষ্ঠান এবং প্রতিযোগিতা সম্পন্ন হতে চলেছে।

by admin

ধর্মনগর প্রতিনিধি। বাংলা সংস্কৃতি বলয় একটি আন্তর্জাতিক সাংস্কৃতিক সংস্থা। ইতিমধ্যে সংস্থাটি গোটা বিশ্বের ভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে। এই সংস্থার মূল লক্ষ্য হচ্ছে বাংলা সংস্কৃতির প্রচার এবং প্রচারে কাজ করা। এই সংস্থা হারিয়ে যাওয়া বিভিন্ন বাংলা সংস্কৃতিকে পুনরুদ্ধারের স্বার্থে কাজ করে চলেছে। ধর্মনগর অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতিভবনে আগামী ১১ মে থেকে প্রায় এক মাস ব্যাপী এ অনুষ্ঠানের বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আজ এই নিয়ে এক সাংবাদিক সম্মেলন করেন সংস্থার আব্বায়ক সৌরভ ঘোষ এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন পুণ্যশ্রী ঘোষ ও বাপ্পা চক্রবর্তী। এই সংস্থার চেয়ারম্যান হচ্ছেন বিশিষ্ট সাহিত্যিক এবং সাংবাদিক সমর চক্রবর্তী। ১১ তারিখ সকাল ১১ টায় তবলার লহরা দিয়ে এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের একান্ত প্রয়াসে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে। ১৪ ৩১ বাংলা নববর্ষে এ অনুষ্ঠান সবাইকে মাতিয়ে দেবে বলে ধর্মনগরবাসীর ধারণা। ১০০০ উপর প্রতিযোগী এ অনুষ্ঠানে কাঞ্চনপুর কৈলাশহর ধলাই জেলা এবং পার্শ্ববর্তী আসাম রাজ্যের বরাক উপত্যকা থেকে যোগদান করবে বলে প্রযোজকরা আশা ব্যক্ত করেছেন। গতবার ও এ প্রতিযোগিতা হয়েছিল তবে একমাস ব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে পারিনি। এ প্রতিযোগিতায় যারা বসে আঁকো প্রতিযোগী রয়েছে তারাও ৫০ টাকা করে এবং অন্যান্য প্রতিযোগিতার ক্ষেত্রে ১০০ টাকা করে দিতে হবে বলে প্রযোজকরা জানিয়েছেন। পূর্বেই নাম নথিভূক্ত করতে হবে বলে প্রযোজকদের পক্ষ থেকে বলা হয়েছে। তাছাড়া এই প্রতিযোগিতায় তবলা লহরা গান বিভিন্ন ধরনের নাচ আবৃত্তি গল্প এবং ছোট একাঙ্ক নাটক প্রতিযোগিতার মধ্যে থাকবে বলে জানানো হয়েছে। এই প্রতিযোগিতার নাম বৈশাখী উৎসব হিসেবে পরিগণিত করা হয়েছে।

You may also like

Leave a Comment