Home » মধু পোকার আক্রমণে আক্রান্ত হয়ে প্রতিনিয়ত মানুষজন খোয়াই জেলা হাসপাতালে আসছেন

মধু পোকার আক্রমণে আক্রান্ত হয়ে প্রতিনিয়ত মানুষজন খোয়াই জেলা হাসপাতালে আসছেন

by admin

খোয়াই প্রতিনিধি ।। মধু পোকার আক্রমণে আক্রান্ত হয়ে প্রতিনিয়ত মানুষজন খোয়াই জেলা হাসপাতালে আসছেন এবং চিকিৎসিত হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। সব শেষ মধু পুকার আক্রমণের ঘটনা ঘটেছিল ২৬ শে এপ্রিল লোকসভা ভোটের দিন ভোটকেন্দ্রে মধু পোকা প্রবেশ করে আক্রমণ করেছিল ভোটারদের। মধু পোকার আক্রমণে আক্রান্ত হয়ে বেশ কয়েকজনকে খোয়াই জেলা হাসপাতালে চিকিৎসিত হতে হয়েছে। সেই মধু পোকাই বাসা বেধেছে খোয়াই জেলা হাসপাতাল চত্বরে একটি আতা গাছে। বর্তমানে সেই মধু পোকার চাকটি বেশ বিরাট আকার ধারণ করেছে। এই মধু পোকার চাকটির মধ্যে যদি কোন দুষ্টু লোক বা অন্য কোন পাকি আক্রমন করে তবে ক্ষিপ্ত মধু পোকার আক্রমণে জেলা হাসপাতালের রোগী থেকে চিকিৎসা কর্মী কেহই কিন্তু রেহাই পাবেনা । মধু পোকার আক্রমণে আহতদের দায় দায়িত্ব কে নিবে। খোয়াই জেলা হাসপাতালের কর্ণধার তথা মেডিকেল সুপার ডাঃ মৃদুল দাস মহাশয় কে চিকিৎসা কর্মী থেকে শুরু করে রোগী ও রোগীর আত্মীয়রা একাধিকবার মধু পোকার ব্যাপারটি সুপারের নজরে এনেছেন। কিন্তু এ ব্যাপারে ডাঃ দাস নীরব দর্শকের ভূমিকা পালন করে চলেছে। একাধিক রোগী টিপ্পনি কেটে বলেছেন ডাক্তারবাবু পিউর মধু খাওয়ার জন্যই এই বৃহৎ আকারের মধু পোকার চাকটিকে সংরক্ষণ করে যাচ্ছেন।

You may also like

Leave a Comment