পরিবারকে সান্ত্বনা দেওয়ার ভাষা নেই। এমন একটি প্রাণবন্ত যুবক হঠাৎ এভাবে চলে যাবে তা খুবই মর্মান্তিক। শুধু সংবাদ জগৎ নয়, উনি নিজেও শোকস্তব্ধ। শনিবার খোয়াই জাম্বুরা স্থিত প্রয়াত সাংবাদিক মানষ ভট্টাচার্যের বাড়িতে এসে বিজেপি রাজ্য সহ-সভাপতি সুবল ভৌমিক এভাবেই নিজের ভাবাবেগ তুলে ধরেন সাংবাদিকদের সামনে। এদিন সকাল সাড়ে ১১ টা নাগাদ প্রয়াত সাংবাদিকের বাড়িতে গিয়ে তার পরিবারের পাশে দাঁড়ান বিজেপি রাজ্য সহ-সভাপতি সুবল ভৌমিক। শোকস্তব্দ পরিবারকে সমবেদনা জ্ঞাপন করেন তিনি। এদিন তিনি প্রয়াত সাংবাদিকের মায়ের সাথে কথা বলতে গিয়ে বলেন,একজন সজ্জন,ভদ্র সাংবাদিক হিসেবে শুধুমাত্র নয়, একজন প্রকৃত ভালো মানুষ হিসেবেও সমগ্র রাজ্যব্যাপী পরিচিতি ছিল তার। এদিন রাজ্য সহ সভাপতি প্রয়াত সাংবাদিকের মার হাতে কিছু অর্থ তুলে দেন এবং আগামী দিনে পরিবারের পাশে থাকার বার্তা দেন ।এদিন রাজ্য সহসভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি খোয়াই জেলা সাধারণ সম্পাদক সমীর কুমার দাস, বিজেপি খোয়াই মন্ডলের সাধারণ সম্পাদক অনিমেষ নাগ , তাপস দাস, মন্ডল সহ সভাপতি প্রণব বিশ্বাস, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব বিজয় কুমার দেবনাথ সহ অন্যান্যরা। এদিকে শনিবারে বিকেলে আগরতলা থেকে প্রয়াত সাংবাদিক মানস ভট্টাচার্যের বাড়িতে ছুটে আসেন জার্নালিস্ট ইউনিয়ন এবং ফোরামের রাজ্য নেতৃত্ব। উনারা শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। এক সাক্ষাতে জার্নালিস্ট ইউনিয়নের রাজ্য সম্পাদক প্রণব সরকার জানাল,ঘটনাটি বড় মর্মান্তিক। এর পূর্বেও আমরা রাজ্যের অনেক সাংবাদিককে হারিয়েছি। মানসের পরিবারকে আমরা ভেসে যেতে দেব না। পূর্বে ও তার পাশে ছিলাম, আগামী দিনগুলি তো তার পরিবারের পাশে থাকব। এই দিন রাজ্য নেতৃত্বের মধ্যে উপস্থিত ছিলেন প্রণব সরকার, সুরজিৎ পাল সহ অন্যান্য সাংবাদিকগণ।
প্রয়াত সাংবাদিক মানষ ভট্টাচার্যের বাড়িতে বিজেপি রাজ্য সহ-সভাপতি সুবল ভৌমিক
by admin
written by admin
110
previous post