প্রতিনিধি, উদয়পুর :-উদয়পুর খিলপাড়া স্কুলে অষ্টম শ্রেণী পড়ুয়া জয়শ্রী দেবনাথ বহু আর্থিক অনটনের মধ্য দিয়ে পড়াশুনা চালিয়ে যাচ্ছে। জানা যায় বাবা অন্যের দোকানে কর্মরত । কোন মতে সংসার চালিয়ে যাচ্ছেন জয়শ্রী দেবনাথের বাবা । মেধাবী এই ছাত্রীটির বিষয়ে জানতে পেরে রাধা কিশোরপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় নিজ উদ্যোগে অষ্টম শ্রেণী পড়ুয়া এর ছাত্রীর জন্য পড়াশোনার সমস্ত বই খাতা থেকে শুরু করে আরো অন্যান্য সামগ্রী দলীয় কর্মীদের হাত দিয়ে । এই সাহায্যের হাত পেয়ে মন্ত্রীর কাছ থেকে ছাত্রীটির গোটা পরিবার ব্যাপক খুশি । জানা যায় প্রতিবছর মন্ত্রী এইভাবে মেয়েটিকে সাহায্য করে যাচ্ছেন । রাধা কিশোরপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রণজিৎ সিংহ রায় যেভাবে দরিদ্র থেকে শুরু করে অতি সাধারণ মানুষের কাছে নিজেকে দ্রুত যেভাবে তুলে ধরেছেন বিগত দিনে কোন রাজনৈতিক দলের এই ধরনের চিত্র দেখতে পাইনি উদয়পুর বাসী। হাজারো আশা ও ভরসা নিয়ে সাধারণ মানুষ যেভাবে অর্থমন্ত্রীর কাছে ছুটে যাচ্ছেন তার মধ্যে ৯০ শতাংশ মানুষ কখনো মন্ত্রীর কাছ থেকে খালি হাতে ফিরছেন না বলে উদয়পুরের শিক্ষিত মহলের মধ্যে তার ব্যাপক সুনামের সাথে এই শব্দটি শুনা যাচ্ছে প্রতিনিয়ত।
109
previous post