Home » স্কুল বাস দুর্ঘটনার কবলে, চালক আশঙ্কা জনক অবস্থায় ধর্মনগরের উত্তর জেলা হাসপাতালে ভর্তি।

স্কুল বাস দুর্ঘটনার কবলে, চালক আশঙ্কা জনক অবস্থায় ধর্মনগরের উত্তর জেলা হাসপাতালে ভর্তি।

by admin

ধর্মনগর প্রতিনিধি। একটি মিনি স্কুল বাস রয়েছে কিডজি ইন্টারন্যাশনাল বিদ্যালয়। এই বাসটি নিয়ে প্রতিদিন কার মত ছাত্র-ছাত্রীদের স্কুলে নিয়ে যায় বাস চালক। কিডজি এর মিনি বাসটি পশ্চিম দেওয়ান পাশা গ্রাম পঞ্চায়েত দিয়ে যাচ্ছিল।একজন ছাত্রের প্রাতকর্ম সম্পন্ন করার জন্য চালক নেমেছিলেন। এই ফাঁকে একটি ছাত্র এক্সেলেটর অন করে দেয়। এই অন করে দেওয়ার ফলে এক্সেলেটরের গতি বাসের গতিকে বাড়িয়ে দেয় এবং বাসটি নিজে থেকে জলের দিকে ধাবিত হয়। এই অবস্থা দেখে গাড়ির চালক গাড়িটিকে ধরার জন্য পেছন পেছন ধাবিত হয়। কিছু জায়গা অতিক্রম করার পর বাসটি রাস্তার পাশে জলের মধ্যে গড়িয়ে পড়ে। ইতিমধ্যে চালক বাসটিকে ধরতে সক্ষম হলেও বাসটিকে থামাতে পারেনি। ৬-৭ জন বাচ্চা অল্প বিস্তর আহত হলেও বাসের চালক গুরুতর আহত অবস্থায় পড়ে যায়। এলাকাবাসীরা বাসকে সরিয়ে চালককে বের করে অগ্নি নির্বাপক বাহিনীকে খবর দেয়। অগ্নি নির্বাপক বাহিনীর লোকেরা স্থানীয় মানুষের সাহায্যে চালককে উদ্ধার করে ধর্মনগর উত্তর জেলা হাসপাতালে নিয়ে যায়। আশঙ্কা জনক অবস্থায় রয়েছে গাড়ির চালক। বাচ্চারা অল্পবিস্তর আহত হলেও খুব একটা প্রভাব এদের মধ্যে পড়েনি। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

You may also like

Leave a Comment