প্রতিনিধি, উদয়পুর :-বৃহস্পতিবার সন্ধ্যা রাতে ব্যাপক ঝড়-বৃষ্টি শুরু হয়েছিল গোটা উদয়পুর মহকুমা জুড়ে। এর ফলে উদয়পুর পৌর এলাকার বিভিন্ন জায়গায় রাস্তা থেকে শুরু করে ড্রেন সমস্ত জায়গায় বৃষ্টির জলে ভেসে যাওয়ার উপক্রম হয়ে দাঁড়ায় । সেই সাথে ব্যাপক ঘূর্ণিঝড় শুরু হয় রাধাকিশোরপুর বিধানসভা কেন্দ্র জুড়ে । এই ঘূর্ণিঝড়ের ফলে ছয়টি বাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় । এরমধ্যে রাজারবাগ ১৬ নং ওয়ার্ডে প্রাণতোষ ঘোষ ও সহদেব ঘোষ এই দুই ব্যক্তির বাড়িতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। বসত ঘর থেকে শুরু করে রান্নাঘর দুমড়ে মুচড়ে ফেলে দেয় ঘূর্ণিঝড়। ক্ষয়ক্ষতির ঘটনার খবর পেয়ে শুক্রবার দুপুরে নিজ বিধানসভা কেন্দ্রে আগরতলা থেকে ছুটে আসেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। ঘুরে দেখেন ক্ষতিগ্রস্ত এলাকাগুলি। সাথে ছিলেন পৌর পরিষদের চেয়ারম্যান থেকে শুরু করে ভাইস চেয়ারম্যান ও এলাকার স্থানীয় নেতৃত্বরা । পরে পৌর পরিষদে বৈঠকে বসে অর্থমন্ত্রী । বৈঠক শেষে সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান তার নিজ বিধানসভা কেন্দ্রে ছয়টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বাড়িগুলিকে কিভাবে মেরামত করা যায় এবং সর্বাত্মকভাবে যতটুকু সম্ভব সরকারিভাবে তাদেরকে সাহায্য করা হবে। এই বিষয়ে প্রশাসনের আধিকারিকদের সাথে কথা বলবেন মন্ত্রী নিজে। এমনটাই জানান সংবাদ মাধ্যমকে। যেভাবে তীব্র গরম কে কাটিয়ে বৃষ্টি উদয়পুরে ঝেঁপে নেমেছে । তাতে একদিকে যেমন স্বস্তি শহরবাসীর আর অন্যদিকে ক্ষতিগ্রস্ত পৌরবাসী ।
133
previous post
জুয়েলার্স দোকানে দুঃসাহসিক চুরি ,আতঙ্কিত ব্যবসায়ী মহল।
next post