118
- প্রতিনিধি, উদয়পুর :-গ্রীষ্মের এই প্রচন্ড দাবদাহে উদয়পুর মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে বহুদূরান্ত থেকে পুজো দেওয়ার জন্য পুণ্যার্থীরা আসেন ত্রিপুরেশ্বরী মন্দিরে । কিন্তু বর্তমানে এতটাই তাপ প্রবাহ চলছে , এর ফলে পুণ্যার্থীরা মাতাবাড়ি উপরে থাকা সিঁড়ি এবং মাটিতে দাঁড়িয়ে থাকতে পারছে না। এর ফলে ফোস্কা পড়ে যাচ্ছে পায়ে । অপরদিকে এই গরমে ছোট থেকে বড় সফল অংশের পূর্ণাথীদের মধ্যে ব্যাপক হারে তেষ্টা পাওয়ার কারণে সমস্যায় পরতে হচ্ছে। এই বিষয়ে বিধায়ক অভিষেক দেবরায় সমস্যার কথা জানতে পেরে নিজ উদ্যোগে এবার মাতার বাড়িতে ঠান্ডা পানীয় বিতরণ করছেন দলীয় কর্মীদেরকে সাথে নিয়ে বহুদূরান্ত থেকে আসা পূন্যার্থীদের মধ্যে । বিধায়কের এই উদ্যোগে খুশি ত্রিপুরেশ্বরী মন্দিরে আসা পূন্যার্থীরা। পরে বিধায়ক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান , সাধারণ মানুষ সিঁড়িতে দাঁড়িয়ে পুজো দিতে গিয়ে অনেকটাই সমস্যায় পড়তে হচ্ছে। তাই গরমের হাত থেকে রেহাই পাওয়ার জন্য পুণ্যার্থীদের সুবিধার্থে এবার মাতাবাড়িতে অস্থায়ী টেন্ট ও প্রতিনিয়ত সিঁড়ি গুলিতে জল দিয়ে ঠান্ডা রাখার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে । এই বিষয়ে গোমতী জেলা শাসক কে জানানো হয়েছে বলে জানান বিধায়ক। তার কারণ বেশিরভাগ সময় ছুটির দিনে মাতা বাড়িতে প্রচুর পরিমাণে ভিড় জমে যায় । ভীড়ের কথা মাথায় রেখেই এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান বিধায়ক অভিষেক দেবরায় ।