Home » একটি কেন্দ্রে ভোট বয়কট ছাড়া রাইমাভ্যালীতে অবাধ ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ পর্ব সম্পন্ন হয়।

একটি কেন্দ্রে ভোট বয়কট ছাড়া রাইমাভ্যালীতে অবাধ ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ পর্ব সম্পন্ন হয়।

by admin

প্রতিনিধি,গন্ডাছড়া ২৬ এপ্রিল:- একটি কেন্দ্রে ভোট বয়কট ছাড়া রাইমাভ্যালীতে অবাধ ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ পর্ব সম্পন্ন হয়। ২৬ এপ্রিল পূর্ব ত্রিপুরা লোকসভা উপজাতি সংরক্ষিত আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দেখা গেছে ৪৪ রাইমাভ্যালী বিধানসভার অন্তর্গত ৪৪ এর ৫ নং বুথ (সদাই মোহন পাড়া) কেন্দ্রের ভোটাররা রাস্তার দাবিতে ভোট বয়কট করে। বুথ কেন্দ্রের পুলিং অফিসার জানান এই কেন্দ্রে মোট ভোটার ১০৫৯ জন। তারা ভোট গ্রহণের জন্য সকাল সাতটা থেকে প্রস্তুত ছিলেন। কিন্তু কোন ভোটার ভোট দিতে আসেনি। যদিও একজন যুবক ভোট প্রদান করেন। জানা যায় উক্ত যুবক এখন আর গ্রামে থাকেন না, সে কাজের তাগিদে অন্যত্র থাকেন। গ্রামের বর্তমান পরিস্থিতির সমন্ধে কোন কিছু না বুঝে সে ভোট প্রদান করায় তাকে গ্রামের মানুষ মার দূর করে। পরে নিরাপত্তা কর্মীরা ছুটে এসে তাকে জনতার গণধোলাই থেকে উদ্ধার করে। এদিকে গ্রামবাসীরা বুথ কেন্দ্রের বাইরে চাম্পারাই পাড়া টু মালদা কুমার পাড়া রাস্তা অবরোধ করে বিকাল ৫টা পর্যন্ত বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। তাদের দাবি ২০০৭ সাল থেকে রাস্তার দাবিতে মালদা কুমার পাড়া সহ এর আশপাশ এলাকার মানুষ একাধিকবার দাবি জানিয়ে আসছে। কিন্তু আজ পর্যন্ত সেখানকার গিরিবাসী’দের জন্য রাস্তা নির্মাণ করা হয়নি। যদিও মাঝে এন পি সি সি রাস্তা নির্মাণের কাজে হাত দেয়। এরপর দেখা গেছে কোন এক অজ্ঞাত কারণে এন পি সি সি মাঝপথে রাস্তার কাজ বন্ধ রেখে চলে যায়। এই ভাবে অর্ধ নির্মিত অবস্থায় বছরের পর বছর ধরে রাস্তার কাজ পড়ে থাকলেও কারোর কোন হেলদোল নেই। বর্তমানে পাহাড়ি এই রাস্তা দিয়ে যানবাহন চলাচল তো দূরের কথা মানুষ পায়ে হেঁটে পর্যন্ত চলাফেরা করতে পারছে না। গ্রামবাসীরা আরো জানান প্রতিবছর ভোট আসলেই তাদের গাল ভরা প্রতিশ্রুতি দিয়ে যায়। এরপর ভোট শেষ হতেই তাদের আর খুঁজে পাওয়া যায় না। এভাবে গত ১৭ বছর ধরে পাড়ার জনজাতিরা বেহাল রাস্তা ধরে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে। গ্রামে কেউ অসুস্থ হলে হাসপাতালে নিয়ে যেতে এম্বুলেন্সও আসতে পারছে না। এছাড়াও রয়েছে পানীয় জল, বিদ্যুতের সমস্যা। একটা পরিসংখ্যানে দেখা যায় গত ১৭ বছরে মালদা কুমার পাড়ায় ম্যালেরিয়া, আান্ত্রিক, ডায়রিয়া এবং জলবাহিত রোগে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় কয়েকশত মানুষের মৃত্যু ঘটে। গিরিবাসীরা আরো জানান শেষবার গত বছর রাস্তা অবরোধ করলে ধলাই জেলা প্রশাসন আশ্বাস দিয়েছিলেন কিছুদিনের মধ্যেই রাস্তা মেরামত করা হবে। কিন্তু আজও রাস্তা সংস্কার করা হয়নি। তাই তারা গতকাল প্রশাসনকে অবগত করেই আজ তারা ভোট বয়কট করেন। ভোট বয়কটের খবর পেয়ে সেখানে ছুটে যান ধলাই জেলার অতিরিক্ত জেলা শাসক, অতিরিক্ত জেলা পুলিশ সুপার সহ বিশাল পুলিশ বাহিনী। প্রশাসনের কর্মকর্তারা ভোটারদের নানান প্রতিশ্রুতি দিলেও তাদের মন গলাতে পারেনি।

You may also like

Leave a Comment