প্রতিনিধি মোহনপুর:-বামুটিয়া ব্লকের অন্তর্গত ভাগলপুরে ঐতিহ্যবাহী দরগার মেলা শুরু হতে যাচ্ছে আগামী ২৭ তারিখ থেকে। সমাপ্ত হবে ২৯ তারিখ। একটি মুসলিম ধর্মীয় প্রতিষ্ঠানকে কেন্দ্র করে হিন্দু ধর্মের মানুষেরা এই মেলার আয়োজন করে থাকে। এই ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষত্ব হচ্ছে ৩৬৫ দিন হিন্দু ধর্মের মানুষেরা এই দরগাতে ধর্মীয় ক্রিয়াকলাপ করছেন দীর্ঘ বছর যাবৎ। কিন্তু এলাকাতে একটিও মুসলিম পরিবার নেই। এ যেন এক উদারতার মাইল ফলক।
গোটা রাজ্যে একটি ঐতিহ্যবাহী এবং ব্যতিক্রমী মেলা হচ্ছে বামুটিয়া বিধানসভার অন্তর্গত ভাগলপুরের দরগার মেলা। এটি মুসলিম ধর্মাবলম্বী মানুষদের ধর্মীয় প্রতিষ্ঠান এই দরগা। কিন্তু এই এলাকাতে দেশ বিভাজনের পর একটি পরিবারও মুসলমান সম্প্রদায়ের নেই। কিন্তু মুসলমানদের এই ধর্মীয় প্রতিষ্ঠান টিকে যথাযোগ্য মর্যাদায় বাঁচিয়ে রেখেছে হিন্দু ধর্মাবলম্বী মানুষরা। প্রতিদিন নিয়ম মেনে প্রদীপ প্রজনন, ধূপ দেওয়া এবং বিভিন্ন ধর্মীয় কর্মকাণ্ড করে থাকে হিন্দু ধর্মের মানুষেরা। এই দর্গাকে কেন্দ্র করেই অনুষ্ঠিত হচ্ছে এই মেলা। প্রায় ৪৫ বছর যাবত এই মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মেলা কমিটির সভাপতি সুভাষ সরকার, সম্পাদক সুভাষ সূত্রধর, দেবজ্যোতি রায় সহ অন্যান্যরা।
ঐতিহ্যবাহী দরগার মেলা শুরু হতে যাচ্ছে ২৭ তারিখ থেকে
112
previous post