Home » বালু বোঝায় ট্রিপার গাড়ি ধাক্কায় আহত এক মহিলা , অবস্থা আশঙ্কাজন

বালু বোঝায় ট্রিপার গাড়ি ধাক্কায় আহত এক মহিলা , অবস্থা আশঙ্কাজন

by admin

প্রতিনিধি , উদয়পুর :-বালু বোঝায় ট্রিপার গাড়ির ধাক্কায় রক্তাক এক মহিলা । ঘটনা উদয়পুর রাজারবাগ সুকান্তপল্লী জাতীয় সড়কে । জানা যায় , এই দিন দুপুরে সুকান্ত পল্লী এলাকার বাসিন্দা রত্না বালা সাহা যে বাড়িতে পরিচারিকার কাজ করেন সেই বাড়িতে ঠাকুর আসনে ফুল নিয়ে যাওয়ার পথে রাস্তার ধারে দাঁড়িয়ে ছিলেন। আর তখন রাজারবাগ দিক থেকে আসা টিআর ০৩ এফ ১৭৮৭ নাম্বারের একটি বালু বোঝায় ট্রিপার সজোরে আঘাত করে রত্না বালা সাহা কে । ঘটনাস্থলে গাড়ির ধাক্কায় জাতীয় সড়কের উপর লুটিয়ে পড়ে রত্না। ব্যাপক রক্তক্ষরণ হয় শরীর থেকে । দুর্ঘটনার সাথে সাথে ট্রিপার গাড়ির চালক দুর্ঘটনা স্থল থেকে দ্রুত পালিয়ে যায় । পরে পথ চলতি সাধারণ মানুষ থেকে শুরু করে এলাকাবাসীরা খবর দেয় উদয়পুর দমকল দপ্তরে। দুর্ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহত অবস্থায় মহিলাকে উদ্ধার করে টেপানিয়া জেলা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসা করানোর জন্য । হাসপাতালে তখন কর্তব্যরত ডাক্তার তাকে চিকিৎসা করে দেখতে পায় তার অবস্থা আশঙ্কাজনক। আহত মহিলাকে উন্নত চিকিৎসা করানোর জন্য আগরতলা জিবি হাসপাতালে রেফার করে দেয় । স্থানীয় এলাকাবাসী থেকে শুরু করে রত্না বালা সাহার আত্মীয় পরিজন দাবি তুলছেন দুর্ঘটনা গ্রস্ত গাড়ি চালককে কঠিন শাস্তি দিতে হবে এবং এই ধরনের বেপরোয়াভাবে চলা ট্রিপার গাড়ি গুলিকে যেন ট্রাফিক দপ্তর থেকে করা ব্যবস্থা গ্রহণ করে তার আবেদন রাখেন জনগণ।

You may also like

Leave a Comment