Home » জমির ঔষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা এক গৃহবধূর

জমির ঔষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা এক গৃহবধূর

by admin

প্রতিনিধি, উদয়পুর :-আজ থেকে প্রায় পাঁচ বছর আগে সামাজিক ভাবে বিয়ে হয় উদয়পুর কাঁকড়াবন এলাকার নকুল নমঃ দাসের সঙ্গে লক্ষী সরকার নামে এক মহিলা । বিয়ের পর তাদের সংসার ভালো ভাবে চলছিলো। এর মধ্যে তাদের একটি পুএ সন্তান জন্মগ্রহণ হয়। কিন্তু ধীরে ধীরে লক্ষী সরকার এলাকার একটি ছেলের সঙ্গে ভালো বাসার মায়াজালে আবদ্ধ হয়ে কিছু দিন আগে স্বামীর বাড়ি থেকে বের হয়ে যায় । পরবর্তী সময়ে বাড়ির লোকজনের সিদ্ধান্তক্রমে মহিলা কে আবার বাড়িতে নিয়ে আসে।সবাই মিলে বসে সিদ্ধান্ত হয় মহিলার অনুমতি নিয়ে এই মহিলা নকুলের সঙ্গে ঘর করবে। এর মধ্যে বূহস্পতিবার দুপুরে লক্ষী সরকার বাড়িতে থাকা জমির ঔষধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে । এই ঘটনা বাড়ির অন্যান্য সদস্যরা দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে লক্ষী সরকার কে গোমতী জেলা টেপানিয়া হাসপাতালে নিয়ে আসে । হাসপাতালে থাকা কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য লক্ষী সরকার কে আগরতলা জিবি হাসপাতালে রেফার করে দেয় । এই ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় ।

You may also like

Leave a Comment