Home » নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলপনা উৎসব পালন করা হয়।

নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলপনা উৎসব পালন করা হয়।

by admin

অষ্টাদশ লোকসভা নির্বাচনকে সামনে রেখে খোয়াই জেলা প্রশাসনের উদ্যোগে খোয়াই শহরের অফিসটিলা এবং নৃপেন চক্রবর্তী এভিনিউতে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলপনা উৎসব পালন করা হয়। বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, জেলা শাসক চান্দনী চন্দ্রন, মহকুমা শাসক মেঘা জৈন রাস্তার মধ্যে ভোটের উপর বিভিন্ন চিত্র অংকন করা হয়। চিত্র অংকনে হাত লাগান জেলা শাসক এবং মহকুমা শাসক। খোয়াই জেলা শাসক চন্দনী চন্দ্রন জানান, ভোট দেওয়ার বিষয় নিয়ে জেলায় বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। ভোট দানে জনগণকে সচেতন করার লক্ষ্যে এই ধরনের কর্মসূচি প্রশাসনিকভাবে পালন করা হচ্ছে। জেলার প্রতিটি বিধানসভা এলাকায় আলপনা দিয়ে ভোট সংক্রান্ত বিষয় নিয়ে আলপনা উৎসব পালন করা হচ্ছে। ভোট গ্রহণ পর্বকে শান্তিপূর্ণ ও অবাধ করতে বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আগামী ২৬ শে এপ্রিল সমস্ত ভোটদাতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আহ্বান জানান তিনি।

You may also like

Leave a Comment