Home » খোয়াই জেলাভিত্তিক নির্বাচনের কাজে নিযুক্ত অধিকারিকদের নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।

খোয়াই জেলাভিত্তিক নির্বাচনের কাজে নিযুক্ত অধিকারিকদের নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।

by admin

শনিবার দুপুরে খোয়াই জেলা শাসক অফিসের কনফারেন্স হলে সিইও পূনিত আগরওয়ালের পৌরহিত্যে পূর্ব ত্রিপুরা আসনের লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ এবং গণনা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে খোয়াই জেলাভিত্তিক নির্বাচনের কাজে নিযুক্ত অধিকারিকদের নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিইও ছাড়াও ছিলেন রাজ্য পুলিশের আইজি জি এস রাও, জেলা নির্বাচন আধিকারিক তথা খোয়াই জেলাশাসক চান্দনী চন্দ্রন, জেলা পুলিশ সুপার ড. রমেশ চন্দ্র যাদব, দুই মহকুমার মহকুমা পুলিশ আধিকারিক, বিএসএফ ও সিআর পিএফের কমান্ডেন্ট, জেলায় সমস্ত এআরও, সকল নোডাল অফিসার, সকল সিভিল এবং পুলিশ সেক্টর অফিসার সহ নির্বাচনের কাজ কাজে নিযুক্ত সমস্ত অফিসাররা উপস্থিত ছিলেন। সিইও পূনিত আগরওয়াল বৈঠক শেষে জানান , নির্বাচন সংক্রান্ত সমস্ত কাজ খতিয়ে দেখা হয়েছে। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করার লক্ষে সকল আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। ভোট গ্রহণ এবং গণনার দিন কঠোর নিরাপত্তা ব্যবস্থার উপর গুরুত্ব দেওয়া হয়েছে।দেশ এবং রাজ্যকে উন্নতির শিখরে পৌঁছানোর জন্য সকল ভোটাররা যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেই বিষয়ে সকল ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।

You may also like

Leave a Comment