Home » বাড়ির পাশে খেলতে গিয়ে জলে ডুবে মর্মান্তিক মৃত্যু তিন বছরের এক শিশুর

বাড়ির পাশে খেলতে গিয়ে জলে ডুবে মর্মান্তিক মৃত্যু তিন বছরের এক শিশুর

by admin
  • বাড়ির পাশে খেলতে গিয়ে জলে ডুবে মর্মান্তিক মৃত্যু তিন বছরের এক শিশুর। মৃতের নাম সুরজিৎ দেবনাথ। ঘটনা কমলা সাগর বিধানসভার মধুপুর থানাধীন কুনাবন জিসিএস সংলগ্ন এলাকায়। ঘটনার বিবরনে জানা গেছে অন্যান্য দিনের মতো শনিবারও কমল দেবনাথ এর তিন বছরের শিশু সুরজিৎ দেবনাথ সকালের খাবার খেয়ে বাড়ির পাশেই খেলাধুলা করছিল। খেলার ছলে সুরজিৎ বাড়ির পাশে থাকা ছোট্ট একটি মাছ চাষের গর্তের মধ্যে পড়ে যায়। বাড়ির লোকেদের নজরে না থাকায় দীর্ঘক্ষন জলের নিচে তলিয়ে গেলেও কারো নজরে পড়েনি সে। অনেকক্ষণ যাবৎ তাকে না দেখতে পেয়ে বাড়ির লোক খোঁজাখুঁজি শুরু করে। জলের গর্তের মধ্যে নজর গেলে দেখা সুরজিৎ এর নিথর দেহ ভাসছে। পরে তাকে উদ্ধার করে তড়িঘড়ি নিয়ে আসা হয় মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষার পর সুরজিৎ কে মৃত বলে ঘোষণা করে।তিন বছরের শিশু সুরজিৎ দেবনাথ এর এই মর্মান্তিক মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

You may also like

Leave a Comment