Home » বৃদ্ধাশ্রমের মায়েদের হাতে তুলে দেওয়া হয় নতুন বছরের বস্ত্র

বৃদ্ধাশ্রমের মায়েদের হাতে তুলে দেওয়া হয় নতুন বছরের বস্ত্র

by admin
  • প্রতিনিধি, উদয়পুর :-পহেলা বৈশাখ উপলক্ষে বৃদ্ধাশ্রমের মায়েদের মধ্যে উপহার স্বরূপ নতুন বস্ত্র, ফল সহ কিছু খাদ্য সামগ্রী বিতরণ করলো উদয়পুরের হেল্পিং হেন্ডস সোসাইটির সদস্যরা। সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে অন্যান্য বছরের ন্যায় এবারও সামাজিক কর্মকাণ্ডে ব্রতী হলো হেল্পিং হেন্ডস সোসাইটির সদস্যরা। রবিবার উদয়পুর জামজুরি স্থিত সহমর্মী বৃদ্ধাশ্রমের মায়েদের মধ্যে নতুন শাড়ি সহ খাদ্য সামগ্রী বিতরণ করেন সংস্থার সদস্যরা। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেল্পিং হেন্ডস সোসাইটির প্রতিষ্ঠাতা প্রজ্জ্বলিকা ভৌমিক, সংস্থার সভাপতি জয়দীপ পোদ্দার, সহ সম্পাদক জয়ন্ত দাস এবং সদস্য প্রসেনজিৎ দাস। উল্লেখ্য, সামাজিক কাজে বরাবরই এগিয়ে অবিভক্ত দক্ষিণ জেলার অন্যতম সামাজিক সংস্থা হেল্পিং হেন্ডস সোসাইটির সদস্যরা। এদিন নির্মল পরিবেশে গড়ে উঠা বৃদ্ধাশ্রমের মায়েদের সাথে কিছুটা সময় কাটাতে পেরে খুশি সংস্থার সদস্যরা। বিগত দিনের ন্যায় আগামী দিনেও হেল্পিং হেন্ডস সোসাইটির উদ্যোগে এই ধরনের সামাজিক কর্মকাণ্ড জারি থাকবে বলে জানান সংস্থার সভাপতি জয়দীপ পোদ্দার।

You may also like

Leave a Comment