ধর্মনগর প্রতিনিধি।
ধর্মগরের ট্রাফিক আইনের অনিয়মকে কেন্দ্র করে বিবেকানন্দ পরমানন্দ সোসাইটির পক্ষ থেকে উত্তর জেলা পুলিশ সুপারের কাছে আজ এক ডেপুটেশন দেওয়া হয়। আজ অর্থাৎ বৃহস্পতিবার ঈদের দিন একটা নির্দিষ্ট ধর্মের লোক ধর্মনগর শহরে বাইক চালিয়ে দুইজন তিনজন কখনো কখনো চারজন কোন ধরনের হেলমেট ব্যবহার নেই ট্রাফিক আইনের ধারণা করে যেমন ইচ্ছে তেমন করে ঘুরে বেড়াচ্ছে অথচ ট্রাফিক তাদের বিরুদ্ধে কোন কার্যকর ব্যবস্থা গ্রহণ করছে না। এই বিশাল ধরনের অনিয়মকে ধিক্কার জানিয়ে বিবেকানন্দ প্রণমানন্দ সোসাইটির পক্ষ থেকে আইনশৃঙ্খলার সঠিক পর্যবেক্ষণের জন্য উত্তর জেলার পুলিশ সুপারের কাছে এক ডেপুটেশনে মিলিত হয়। কিন্তু উত্তর জেলার পুলিশ সুপার উপস্থিত না থাকায় তার পরিবর্তে অতিরিক্ত পুলিশ সুপার জেরেমি ড ডার্লিং এর সাথে এই নিয়ে আলোচনা হয় এবং ডেপুটেশনের কথোপকথন সব বিস্তারে বুঝিয়ে বলা হয়। তিনি সম্পূর্ণ ব্যাপারটি পর্যবেক্ষণ করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন বলে প্রতিশ্রুতি দেন। ধর্মনগরে সকাল থেকে ঈদের দিনে একটা বিশেষ ধর্মের লোকেরা আইন-শৃঙ্খলা কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যেমন ইচ্ছে তেমন করে ঘুরে বেড়ানো হচ্ছে বলে ছাড়া ধর্মঘট জুড়ে একটা প্রতিবাদের ভাষা গড়ে উঠেছে। কিন্তু কেউ আইনকে নিজের হাতে নেয়নি বরং পুলিশের উপর আস্থা রেখে তাদের কাছে সার্বিক বিষয় সবিস্তারে জানিয়ে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি নিয়ে নিজেদের ঘরে চলে যায়।
বিবেকানন্দ পরমানন্দ সোসাইটির পক্ষ থেকে পুলিশ সুপার এর কাছে ডেপুটেশন দেওয়া হলো।
145