Home » গন্ডাছড়ায় নাগা সন্ন্যাসীর চরক পূজার প্রস্তুতি

গন্ডাছড়ায় নাগা সন্ন্যাসীর চরক পূজার প্রস্তুতি

by admin

সত্যভাষণ প্রতিনিধি, গন্ডাছড়া ৭ এপ্রিল:- প্রত্যেক বছরের ন্যায় এ বছরও নাগা সন্ন্যাসীর উদ্যোগে গন্ডাছড়া মহকুমা এলাকায় চড়ক পূজার আয়োজন করা হয়েছে। আর এই পূজাকে সামনে রেখে নাগা সন্ন্যাসীরা মানুষের বাড়ি বাড়ি নিয়ে যাচ্ছেন বান পাঠ। সেখানে দিনের বেলায় থাকছে শিব গৌরী নিত্য আর রাতে কালি মহাদেবের নাচ। নাগা সন্ন্যাসী সাধু সন্তের পক্ষ থেকে এ বিষয়ে বলতে গিয়ে এক সাধু জানান গন্ডাছড়া মহকুমা এলাকায় চরক পূজা বহুবছর আগে থেকে গুরু পরম্পরায় যুগ যুগান্তর ধরে চলে আসছে। আগে পূজারী ছিলেন সর্বানন্দ সন্ন্যাসী। বর্তমানে এই পূজার পূজারী হিসাবে আছেন শ্রী মহন্ত দীপানন্দ গিরি মহারাজ নাগা সন্ন্যাসী। সাধু আরও জানান আগামী ৩০ শে চৈত্র গন্ডাছড়ায় জাক জমকভাবে চড়ক পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাই উক্ত পূজায় সর্বস্তরের মানুষের উপস্থিতি এবং সহযোগিতা কামনা করা হয়।

You may also like

Leave a Comment