Home » চৈত্র ঝ‌ড়ের রোষান‌লে প‌ড়ে এবার ব‌্যাপক ক্ষয়ক্ষ‌তির মু‌খে পড়‌লেন মানুষ

চৈত্র ঝ‌ড়ের রোষান‌লে প‌ড়ে এবার ব‌্যাপক ক্ষয়ক্ষ‌তির মু‌খে পড়‌লেন মানুষ

by admin

ধর্মনগর
কাল বৈশাখীর আ‌গেই চৈত্র ঝ‌ড়ের রোষান‌লে প‌ড়ে এবার ব‌্যাপক ক্ষয়ক্ষ‌তির মু‌খে পড়‌লেন -‌ত্রিপুরা রাজ‌্য সীমা‌ন্তের বাগবাসা বিধানসভার বিষ্ণুপুর ও বাঙ্গালজুম গ্রা‌মের অসংখ‌্য মানুষ।জানা গে‌ছে র‌বিবার দুপু‌রে হঠাৎ ক‌রে ধে‌য়ে আসা ঘূ‌র্ণিঝড় ও শিলাবৃ‌ষ্টি‌তে উ‌ল্লে‌খিত এলাকা সমু‌হের বি‌ভিন্ন জনগ‌নের বসত গৃহ ভূপ‌তিত হবার পাশাপা‌শি অ‌নে‌কের ঘ‌রের ছাউ‌নি সর্বনাশা তুফা‌নে উ‌ড়ি‌য়ে নি‌য়ে গে‌ছে।প্রচন্ড ক্ষ‌তির মু‌খে প‌ড়ে‌ছে অ‌নেক কৃষ‌কের সব‌জি বাগান সহ বা‌ড়ির ফসল।ঝ‌ড়ের তান্ড‌বে এলাকার স্থা‌নে স্থা‌নে গাছ ভে‌ঙ্গে প‌ড়ে বিদ‌্যু‌তের খু‌ঁটি উপ‌ড়ে পড়ায় বৃহত্তর এলাকা অন্ধকা‌রে ডু‌বে আ‌ছে।এতে চরম লাঞ্ছনায় প‌ড়ে‌ছেন এলাকার অসংখ‌্য জনগন।গৃহহারা হ‌য়ে অ‌নে‌কে ত্রিপল বে‌ঁধে মাথা গোঁজার ঠাঁই করার প্রচেষ্টা কর‌ছেন।তাছাড়া কি ক‌রে ফের নতুন ঘর তৈরী কর‌বেন এ‌নি‌য়ে অ‌নে‌কে চরম দু‌শ্চিন্তায় প‌ড়ে‌ছেন।সুষ্ট সমস‌্যা নিরস‌নে এলাকার ক্ষ‌তিগ্রস্থ‌দের সরকা‌রি সাহায‌্য পাই‌য়ে দি‌তে সং‌শ্লিষ্ট ভুক্ত‌ভোগীরা স্থানীয় বিধায়ক যাদবলাল নাথ সহ রা‌জ্যের মুখ‌্যমন্ত্রী ও জেলা ডিএ‌মের হস্ত‌ক্ষেপ কামনা ক‌রে‌ছেন।

You may also like

Leave a Comment