প্রতিনিধি কৈলাসহর:-কৈলাসহর শ্রীরামপুর সূর্যমনি এইচএস স্কুলের এনএসএস ইউনিট ও কৈলাসহর ব্লাড ডোনার্স এসোসিয়েশনের যৌথ উদ্যোগে স্কুল প্রাঙ্গনে রবিবার সকাল ১১টা থেকে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। উক্ত রক্তদান শিবিরে মোট ৩১ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেছেন।যার মধ্যে ১২ জন মহিলা স্বেচ্ছায় রক্তদান করেন।রক্তদাতাদের স্কুলের পক্ষ থেকে অভিজ্ঞান পত্র ও সামান্য উপহার তুলে দেওয়া হয়।উক্ত রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন শ্রীরামপুর সূর্যমনি এইচএস স্কুলের প্রধান শিক্ষক অরিন্দম সরকার,কৈলাসহর ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি অনুপম পাল, সম্পাদক শুভাশিস চৌধুরী, পুর পরিষদের কাউন্সিলর তথা কৈলাশহর ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সদস্য সিকিম সিনহা,উপদেষ্টা কমিটির সদস্য সঞ্জীব চৌধুরী থেকে শুরু করে সূর্যমনি মেমোরিয়াল এইচএস স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকারা এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন।
98
next post