Home » পর্যবেক্ষকের উপস্থিতিতে সিপাহীজলায় প্রশাসনিক বৈঠক

পর্যবেক্ষকের উপস্থিতিতে সিপাহীজলায় প্রশাসনিক বৈঠক

by admin

প্রতিনিধি, বিশালগড় ,।। লোকসভা নির্বাচন প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন করতে যাবতীয় পদক্ষেপ গ্রহণ করেছে নির্বাচন কমিশন। রাজ্যের দু’টি লোকসভা আসনের জন্য সাধারণ এবং পুলিশ পর্যবেক্ষক নিয়োজিত হয়েছে। ইতিমধ্যে পর্যবেক্ষকরা কাজ শুরু করেছে। শুক্রবার সিপাহীজলা জেলা শাসকের মিলনায়তনে বৈঠক করেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের সাধারণ এবং পুলিশ পর্যবেক্ষক। সাধারণ পর্যবেক্ষক আইএএস ভূপেশ চৌধুরী এবং পুলিশ পর্যবেক্ষক আইপিএস আর শিবকুমার ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা শাসক, জেলা পুলিশ সুপার, জেলার নয়টি বিধানসভা কেন্দ্রের এআরও, মহকুমা শাসক এবং এসডিপিও। আগামী ১৯ এপ্রিল পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হবে। সেই লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি সেরে নিতে জেলা নির্বাচন আধিকারিক এবং এসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারদের নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া আইন শৃঙ্খলা বজায় রাখতে কঠোর ভূমিকা নিতে পুলিশ প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে। ভোট কর্মীদের সঠিক প্রশিক্ষণ দ্রুত সেরে নিতে হবে। স্ট্রং রুম, কন্ট্রোল রুম গুলোর সঠিক নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। অবৈধ সামগ্রী বাজেয়াপ্ত করতে, অপরাধীদের গ্রেপ্তারের নির্দেশ দেয়া হয়েছে। কেন্দ্রীয় বাহিনী নিয়ে সর্বত্র রোড মার্চ করতে হবে। ভয়মুক্ত নির্বাচন সম্পন্ন করতে যাবতীয় পদক্ষেপ গ্রহণের জন্য জেলা এবং মহকুমা নির্বাচন আধিকারিক এবং পুলিশ প্রশাসনকে বলা হয়েছে। সব মিলিয়ে সুষ্ঠু ভাবে নির্বাচন সাঙ্গ করতে যাবতীয় পদক্ষেপ গ্রহণে জোর দেয়া হয়েছে। ইতিমধ্যে জেলার সর্বত্র নিরাপত্তা ব্যবস্থা কঠোর হয়েছে। ময়দানে ঝাঁপিয়েছে সাধারণ এবং পুলিশ প্রশাসন।

You may also like

Leave a Comment