প্রতিনিধি, বিশালগড়, ২৬ মার্চ।। বিগত এক বছর ধরে বিশালগড়ে প্রতিমাসে রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে। প্রতি মাসের শেষ মঙ্গলবার এই শিবির অনুষ্ঠিত হয়। মঙ্গলবার মার্চ মাসের রক্তদান শিবিরে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়। রক্তের ঘাটতি পূরণ করতে বিধায়ক সুশান্ত দেব প্রতি মাসে রক্তদান শিবিরের আয়োজন করেছেন। বিধায়কের অভিনব ভাবনার প্রতিফলন সরূপ বিশালগড় ব্লাড ব্যাঙ্কে প্রতি মাসের শেষ মঙ্গলবার রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবার মার্চ মাসের রক্তদান শিবিরে রক্তদাতাদের উৎসাহ প্রদানের জন্য উপস্থিত ছিলেন বিধায়ক সুশান্ত দেব। এছাড়া উপস্থিত ছিলেন বিশালগড় মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডা: জে এম দাস। বিধায়ক সুশান্ত দেব জানান বিশালগড় ব্লাড ব্যাঙ্ক কখনো রক্তশূন্য হবে না। রক্তের বিকল্প নেই। রক্ত তৈরি করা যায়না। একজন সুস্থ মানুষ অপর এক মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে পারে। তাই নিয়মিত রক্তদান করার জন্য সমাজের সকলের প্রতি আহবান জানান তিনি।
234
next post