136
প্রতিনিধি,গন্ডাছড়া ২৫ মার্চ:- ডুম্বুর জলাশয়ে মৃত চার পরিবারকে সোমবার গন্ডাছড়া মহকুমা প্রশাসনের পক্ষ থেকে আর্থিকভাবে সাহায্য করা হয়। এদিন মহকুমা শাসক অফিসের ডিসিএম অনিন্দ্র চক্রবর্তী প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা বাহিনী কর্মীদের সাথে নিয়ে একে একে মৃত প্রদীপ দাস, হরিদাস, জ্যোতিষ মল্লিক এবং সনজিৎ নন্দির বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের হাতে প্রাথমিকভাবে ১৫০০০ টাকা করে আর্থিক সাহায্য করেন। যাতে করে তাদের প্রিয়জনের শ্রাদ্ধ শান্তির কাজটা করতে পারেন। ডিসিএম পরিবারের সদস্যদের আরো জানান প্রত্যেকের মৃত সার্টিফিকেট সহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে এক দুই দিনের মধ্যে গন্ডাছড়া মহকুমা শাসক অফিসে জমা দেওয়ার জন্য। যাতে করে মৃত পরিবারগুলিকে সরকারিভাবে দ্রুত বড় ধরনের কিছু একটা সাহায্য করা যায় তার প্রচেষ্টা চলছে।