Home » গভীর রাতে চিরাই সেগুন কাঠ বোঝাই একটি গাড়ি আটক কদমতলা থানার পুলিশ।

গভীর রাতে চিরাই সেগুন কাঠ বোঝাই একটি গাড়ি আটক কদমতলা থানার পুলিশ।

by admin

ধর্মনগর প্রতিনিধি।
গোপন খবরের ভিত্তিতে গতকাল গভীর রাতে চিরাই সেগুন কাঠ বোঝাই একটি গাড়ি আটক কর কদমতলা থানার পুলিশ। তবে কাউকে আটক করতে পারেনি পুলিশ। এই বিষয় কদমতলা থানার এসআই জগদানন্দ গোস্বামী জানান গতকাল গভীর রাতে উনাদের কাছে খবর আসে ওই খবরের ভিত্তিতে মহাকুমার পুলিশ আধিকারিক দেবাশীষ সাহা, কদমতলা থানা ওসি জয়ন্ত দেবনাথ সহ উনি তারাপুর কালাচাঁদ আশ্রমের উত্তর দিকে গিয়ে দেখতে পান TR 02 D 1504 নম্বরের একটি চিরাই সেগুন কাঠ বোঝাই একটি গাড়ি দাঁড়িয়ে রয়েছে। তখন উনারা চারিদিকে খোঁজাখুঁজি করেও কাউকে পাননি ঘটনাস্থল থেকে গাড়িটিকে আটক করে কদমতলা থানায় নিয়ে আসে পুলিশ। গাড়িটিতে ৩০-৩৫ পিস সেগুন কাঠ বোঝাই রয়েছে যার বাজার মূল্য ৫০-৬০ হাজার টাকা হবে বলে তিনি জানিয়েছেন। আটক সেগুন কাঠ বোঝাই গাড়িটি আজ সকল আইনে প্রক্রিয়া শেষে বনদপ্তরের হাতে তুলে দেওয়া হবে।

You may also like

Leave a Comment