প্রতিনিধি, উদয়পুর :-
কল্যাণপুর থেকে আগরতলায় আসার পথে চম্পকনগর সড়কে গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে বিধায়ক পিনাকী দাস চৌধুরী । আহত বিধায়ক কে দেখতে জিবি হাসপাতাল এ যান রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা থেকে শুরু করে রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব থেকে শুরু করে মন্ত্রিসভার অন্যান্যরা। রবিবার সকালে আগরতলা জিবি হাসপাতালে এই দুর্ঘটনার খবর পেয়ে ছুটে যান রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় ও বিধায়াকা কল্যাণী রায় । এদিন অর্থমন্ত্রী দুর্ঘটনায় আহত বিধায়ক পিনাকী দাস চৌধুরী সাথে কথা বলেন । সেই সাথে তার খোঁজ-খবর নেন তিনি । একই সাথে অর্থমন্ত্রী কথা বলেন ডাক্তারের সাথে। জানা যায় কলকাতা এপোলোর ডাক্তারের সাথে কথা বলেন রাজ্যের অর্থমন্ত্রী । পরবর্তী সময় অর্থমন্ত্রীর সাথে আমাদের প্রতিনিধি যোগাযোগ করে জানতে পারে সোমবার সকাল সাতটা চল্লিশ মিনিট নাগাদ কলকাতা এপোলো একটি বেসরকারি হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য বিশেষ বিমানে নিয়ে যাওয়া হবে আহত বিধায়ক পিনাকী দাস চৌধুরীকে । এদিন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় আহত বিধায়কের দ্রুত সুস্থতা কামনা করেন ।