ধর্মনগর প্রতিনিধি।
আবরো দুঃসাহসিক চুরিকাণ্ড সংঘটিত হলো চুড়াইবাড়ি থানাধীন লক্ষীনগর গ্রাম পঞ্চায়েতের ১ নং ওয়ার্ড এলাকায়। ঘটনা বিবরনে জানা যায় ওই এলাকায় বাসিন্দা পেশায় সিমেন্ট ফ্যাক্টরি গাড়ির চালক মনিলাল নাথ পিতা মাখন নাথ উনি গাড়ি চালানো সুবাদে প্রায়ই বাড়ি থাকেন না বাড়ি থাকেন উনার স্ত্রী অঞ্জনা দেবী। গতকাল গভীর রাত আনুমানিক আড়াই টা থেকে তিনটা নাগাদ চুরের দল প্রথমে ঘরের জানালা ভেঙে ঘরের ভিতর প্রবেশ করতে চাইলে না পারায় পরবর্তীতে দরজা ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করে। তখন মনিলাল নাথ স্ত্রী অঞ্জনা দেবী ঘরে দুই সন্তানদের নিয়ে ঘুমিয়ে ছিলেন। চুরের দল উনাকে মারধর করতে শুরু করে পাশাপাশি ভয় দেখানো শুরু করে যদি উনি চিৎকার করেন তাহলে দুই সন্তানকে মেরে ফেলবে এমনই হুমকি দেয় চোরের দল। পরবর্তীতে অঞ্জনা দেবীর গলার ও উনার সন্তানের গলার চেইন দুটি চেইন, স্বর্ণের তিন জোড়া কানের দোল, স্বর্ণের একটি আংটি তাছাড়া ঘরে থাকা নগদ ৭০০০ টাকা পাশাপাশি বাচ্চাদের পড়াশোনার খরচ চালানোর জন্য আরও কিছু টাকা ছিল ঘরে সব চুরি করে নিয়ে যায় চুরের দল। পরবর্তীতে চোরের দল বাড়িতে থেকে যাওয়ার পর গতকাল রাত প্রথমে উনার স্বামীকে ফোনে যোগাযোগ করার চেষ্টা করেন না পেয়ে উনার ভাসুর অরুন নাথ ও কাকা শশুরের দিকে বাসুর বিদ্যুৎ নাথকে সমস্ত ঘটনা জানান। খবর পেয়ে অরুন নাথ ও বিদ্যুৎ নাথ ছুটে আসে মনিলালের বাড়িতে। পরবর্তীতে খবর দেওয়া হয় চুড়াইবাড়ি থানার পুলিশকে।খবর পেয়ে ছুটে আসে চুড়াইবাড়ি থানার পুলিশ। আজ এই ঘটনার খবর পেয়ে ছুটে আসেন ঘটনাস্থলে সর জমিনে তদন্ত করতে উত্তর জেলার অতিরিক্ত পুলিশ সুপার জে ডালং এবং চুড়াইবাড়ি থানার ওসি সমরেশ দাস। এক সাক্ষাৎকারে উত্তর জেলার অতিরিক্ত পুলিশ সুপার জানান গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ইতিমধ্যে পুলিশ।উনি আশাবাদী এই চুরি কান্ডার ঘটনার কিনারা করতে সক্ষম হবে চুড়াইবাড়ি থানার পুলিশ। তবে চুড়াইবাড়ি থানা এলাকায় চুরির ঘটনা বেড়ে যাওয়ায় জনমনে আতঙ্ক বিরাজ করছে।