Home » সরকারি প্রকল্প নাগরিকদের দিতে গিয়ে হাত কেন কাঁপে কর্মচারীদের ? প্রশ্ন অর্থমন্ত্রীর

সরকারি প্রকল্প নাগরিকদের দিতে গিয়ে হাত কেন কাঁপে কর্মচারীদের ? প্রশ্ন অর্থমন্ত্রীর

by admin

প্রতিনিধি, উদয়পুর :-

গোমতী জেলার সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে জেলার বিভিন্ন বেনিফিসারিদের নিয়ে এক ফেলিসিটেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । শুক্রবার সকাল ১১ টায় গোমতী জেলা পরিষদের কনফারেন্স হলে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় । এছাড়া অন্যান্যদের মধ্যে ছিলেন জেলা সভাধিপতি দেবল দেবরায় , বিধায়ক অভিষেক দেবরায়, উদয়পুর পুর পরিষদের চেয়ারপার্সন শীতল চন্দ্র মজুমদার , মাতাবাড়ি ,টেপানিয়া ও কাকড়াবন ব্লকের চেয়ারম্যান এবং গোমতী জেলার সমাজকল্যাণ দপ্তরের চেয়ারম্যান ঝুলন দাস সহ দপ্তরের অন্যান্য আধিকারিকগণ । এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, রাজ্য সরকার বিভিন্ন প্রকল্প চালু করেছে অসহায় সাধারণ মানুষের জন্য । এই সকল প্রকল্প গুলি পঞ্চায়েত এবং সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের আধিকারিকদের মধ্য দিয়ে বাস্তবে রূপায়িত করা খুবই জরুরী। এদিন মন্ত্রী হুঁশিয়ারি দেন যদি কোন সরকারি কর্মচারী এই সকল অসহায় মানুষদের জন্য এ সকল প্রকল্প দেওয়ার ক্ষেত্রে ঢিলেঢালা মনোভাব পোষণ করে । তাহলে সে সকল কর্মচারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে । বর্তমান রাজ্য সরকার কিছুদিন আগেই ৫% মহার্ঘ ভাতা ঘোষণা করেছে সরকারি কর্মচারীদের জন্য। মন্ত্রী আশা প্রকাশ করেন , নিশ্চয়ই আপনারা সরকারকে কাজের মধ্য দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন । সাধারণ মানুষ যাতে কোন ধরনের অসুবিধা সম্মুখীন না হয় সরকারি প্রকল্প পাওয়ার ক্ষেত্রে সেদিকে নজর রাখতে হবে দপ্তরের আধিকারিকদের । একই সাথে জেলার সমস্ত পঞ্চায়েতে সঠিকভাবে কাজ হচ্ছে কিনা সে বিষয়ে কড়া নজর রাখতে হবে জেলা সভাধিপতিকে । এই দিনের অনুষ্ঠানে মিশন বাৎসল্য স্কীমে মোট বাইশজন ছেলে মেয়েকে বিভিন্ন প্রকল্প রূপায়ণের জন্য প্রত্যেকে ৪৮ হাজার টাকা করে আর্থিক অনুদান তুলে দেওয়া হয় রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় ও বিধায়ক অভিষেক দেবরায় সহ অনুষ্ঠানে আসা সকল অতিথিদের হাত দিয়ে ।

You may also like

Leave a Comment