প্রতিনিধি, তেলিয়ামুড়া।১৪ই মার্চ। উন্নয়নের মানচিত্রে আরো এককদম এগিয়ে গেল বিধানসভা এলাকা।আজ কল্যানপুর জুড়ে একাধিক উন্নয়নমূলক কাজের আনুষ্ঠানিক উদ্বোধন পর্ব সংঘটিত হয়েছে। অনুষ্ঠান গুলিতে রাজ্যের কৃষি ও কৃষি কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ, বিধায়ক পিনাকী দাস চৌধুরী, কল্যাণপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সোমেন গোপ, কৃষি দপ্তরের আ ধিকারিক শরদিন্দু দাস কল্যাণপুর ব্লকের বিএসসি ইন্দ্রানী দেববর্মা প্রমুখরা উপস্থিত ছিলেন।
দিনের শুরুতেই দক্ষিণ দুর্গাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় গ্রামীণ কৃষক জ্ঞান অন্বেষণ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন পর্ব সংঘটিত হয়, এর পরবর্তী সময়ে ঘিলাতলিতে গ্রামীণ মার্কেট স্টলের উদ্বোধনের পর স্বপার্ষদ মন্ত্রী কল্যাণপুরে নতুন কলেবরে গড়ে ওঠা দ্বিতল গ্রামীণ মার্কেটের আনুষ্ঠানিক উদ্বোধন পর্ব সম্পন্ন হয়।
প্রতিটা অনুষ্ঠানেই মন্ত্রী রতন লাল নাথ স্বভাবসুলভ ভঙ্গিতে দাবি করেন এই সময়ের মধ্যে সরকার কৃষক সহ সমস্ত অংশের মানুষের আর্থ সামাজিক ব্যবস্থার মান উন্নয়নে কাজ করার মধ্য দিয়ে রাজ্যকে স্বয়ংবর করার দিকে এগিয়ে চলেছে।
কল্যাণপুরের লোটাস কমিউনিটি হলে হল ভর্তি উৎসাহী সাধারণ মানুষের সামনে আলোচনা করতে গিয়ে মন্ত্রী রতনলাল নাথ আরো বলেন,আজকের দিনে দাঁড়িয়ে যেভাবে কল্যাণপুরে একের পর এক উন্নয়নমূলক কর্মযজ্ঞ গুলো সম্পাদন হচ্ছে সেই নিরিখে দাঁড়িয়ে কল্যানপুর অতীতকে পেছনে ফেলে এগিয়ে চলেছে। পাশাপাশি মন্ত্রী দাবি করেন এই সময়ের মধ্যে সরকার অনেক কিছু করেছে, তবে এখানেই থেমে না থেকে আগামী দিনে সরকার কল্যাণপুর সহ সার্বিক ক্ষেত্রেই আরো বেশি করে উন্নয়নমূলক পরিকল্পনাগুলো বাস্তবায়িত করবে বলে কল্যাণপুরের লোটাস কমিউনিটি হলে দাবি রাজ্যের কৃষি মন্ত্রীর। পাশাপাশি মন্ত্রী উপস্থিত সকলের প্রতি আবেদন রাখতে গিয়ে দাবী করেন শুধুমাত্র সরকার চাইলেই উন্নয়ন সম্ভব না, যদি সরকারের পাশাপাশি সকল অংশের মানুষ মিলিতভাবে রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আত্মনির্ভর ত্রিপুরা গড়ার জন্য এগিয়ে আসেন তাহলেই আগামী দিনে স্বপ্নের ভারত, স্বপ্নের ত্রিপুরা গড়ে তোলা সম্ভব হবে বলে কল্যাণপুরে দাবি করলেন কৃষিমন্ত্রী রতন লাল নাথ।
এছাড়াও দপ্তরের অধিকর্তা শরদিন্দু দাস দাবি করেন এবং তথ্যভিত্তিক প্রতিবেদনের মধ্য দিয়ে জানান দেন কিভাবে সরকার এই সময়ে কৃষি এবং কৃষকের উন্নয়নে কাজ করে চলেছে। বিধায়ক পিনাকী দাস চৌধুরী স্বাভাবিকভাবেই আজকে কল্যাণপুর জুড়ে তিন তিনটা উন্নয়নমূলক কাজের আনুষ্ঠানিক উদ্বোধন পর্ব সম্পন্ন হওয়ায় নিজের উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে রাজ্য সরকারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং আশা প্রকাশ করেন আগামী দিনেও রাজ্য সরকার কল্যাণপুরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আরো নতুন নতুন পরিকল্পনা গ্রহণ করবে। আজকের তিনটি উন্নয়নমূলক প্রকল্প উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় মানুষদের উপস্থিতি এবং উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।
আত্মনির্ভর ত্রিপুরা গড়ার ডাক দিলেন কৃষিমন্ত্রী রতন লাল নাথ।
132
previous post