Home » পিএম সূর্য জাতীয় পোর্টালের ভার্চুয়ালি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল

পিএম সূর্য জাতীয় পোর্টালের ভার্চুয়ালি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল

by admin

প্রতিনিধি, উদয়পুর :-

বুধবার বিকেলে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পিএম সূর্য জাতীয় পোর্টালের ভার্চুয়ালি সূচনা করেন l গোমতী জেলার উদয়পুরের রাজর্ষি কলাক্ষেত্রে সরাসরি সম্প্রচার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু l রাজ্যপাল তার সংক্ষিপ্ত ভাষণে বলেন, প্রধানমন্ত্রীর জনকল্যাণমূলক কর্মসূচি সারা দেশের সঙ্গে ত্রিপুরা রাজ্যও বাস্তবায়ন হচ্ছে l প্রধানমন্ত্রীর এই কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে সকল স্থরের জনগণের সহযোগিতা করার উপর গুরুত্ব আরোপ করেন l এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোমতী জিলা পরিষদের সহকারী সভাধিপতি দেবল দেবরায় ,উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতলচন্দ্র মজুমদার, গোমতী জেলাশাসক তড়িৎ কান্তি চাকমা, গোমতী জেলার দায়িত্বপ্রাপ্ত পুলিশ সুপার প্রমুখ l এই দিনের অনুষ্ঠানে গ্রামীণ এলাকা থেকে মহিলাদের উপস্থিতি ছিল সাড়া জাগানো ।

You may also like

Leave a Comment