কেউবা বা ভিয়েতনামে কারোর কোন অস্বাভাবিক মৃত্যু হলে আমাদের দেশের বামপন্থীরা বিচারের নামে রাস্তা কাঁপিয়ে মিছিল করে। কিন্তু এই দেশেরই কেরল রাজ্যে এস এফ আই দুর্বৃত্ত দ্বারা এক মেধাবী ছাত্রের মৃত্যু ঘটলেও এই দেশের বামপন্থীদের দেহে সামান্য শিহরণও জাগলো না। কেরালা ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস ইউনিভার্সিটি (KVASU)-এর পুকোডে, কেভাসু-এর ছাত্র সিদ্ধার্থের মর্মান্তিক মৃত্যুর বিচার চেয়ে এবং কেরালায় এসএফআইয়ের সন্ত্রাস বন্ধ করার দাবিতে সারা দেশের সাথে খোয়াই দশরথ দেব মেমোরিয়াল কলেজেও বিক্ষোভ প্রদর্শন করে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ তথা এবিভিপি। এদিন সিদ্ধার্থের মৃত্যুর সুষ্ঠু বিচারের দাবিতে আয়োজিত বিক্ষোভ প্রদর্শন কর্মসূচিতে নেতৃত্ব দেন ছাত্রনেতা শান্ত বিশ্বাস, দীপতনু দাস সহ অন্যান্যরা। উল্লেখ্য, সিদ্ধার্থের দেহের ময়নাতদন্তের রিপোর্টে ইঙ্গিত দেওয়া হয়েছে যে আঘাতগুলি দুই থেকে তিন দিন পুরনো এবং তার পেটে খাবার ছিল না। পুলিশ আত্মহত্যার প্ররোচনা, বিপজ্জনক অস্ত্র দিয়ে আক্রমণ এবং কেরালা প্রভিনস অফ র্যাগিং অ্যাক্ট, 1998-এর জন্য তিন দিনের জন্য বেআইনি আটক সহ বিভিন্ন ধারায় মামলা নথিভুক্ত করেছে। এই ঘটনায় নিন্দার ঝড় বইছে গোটা দেশে। দাবী উঠছে নিরপেক্ষ তদন্তের।
খোয়াই দশরথ দেব মেমোরিয়াল কলেজেও বিক্ষোভ প্রদর্শন করে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ তথা এবিভিপি।
92