প্রতিনিধি, বিশালগড়, ।। সরকারি চাকরির পাশাপাশি রোজগারের বিকল্প দুয়ার খুলে দিয়েছে সরকার। লক্ষ্য আত্মনির্ভর ত্রিপুরা গড়া। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিকশিত ভারত গড়ার সংকল্প বাস্তবায়নের লক্ষ্যে কাজ চলছে। বর্তমানে ছোট গাড়ির চাহিদা বেড়েছে। বিশেষ করে অটো রিকশার চাহিদা রয়েছে। গ্রামের অলিগলিতে তৈরি হয়েছে রাস্তা। অটো চালিয়ে সংসার প্রতিপালন করছে হাজারো যুবক। স্বাবলম্বন প্রকল্পে স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করছে সরকার। ঋণ নিয়ে অটো গাড়ি চালিয়ে রোজগার করছে বহু যুবক। অটো চালাতে দরকার পারমিট। একসময় পারমিটের জন্য মিটিং মিছিলে হাঁটতে হতো। চাঁদা দিতে হতো। নেতাদের দুয়ারে ঘুরতে হতো। এখন সবকা সাথ সাবকা বিকাশ নীতিতে কাজ চলছে। সহজেই মিলছে অটোরিকশার পারমিট। গত কয়েক বছরে কয়েকশো পারমিট বিতরণ করা হয়েছে সিপাহীজলা জেলায়। সোমবার নতুন করে ৭৫ জন যুবকের হাতে তুলে দেয়া হয় অটো রিকশার পারমিট। পারমিট বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, সমাজ সেবক গৌরাঙ্গ ভৌমিক প্রমুখ। জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত জানান গত কয়েক বছরে যারা পারমিট নিয়েছে তারা সবাই স্বনির্ভর হয়েছে।
125