Home » মেগা রক্তদান শিবিরের আয়োজন করে অষ্টম বাহিনী টিএসআর।

মেগা রক্তদান শিবিরের আয়োজন করে অষ্টম বাহিনী টিএসআর।

by admin

ধর্মনগর প্রতিনিধি
রাজ্যের সরকারি হাসপাতালের ব্লাডব্যাংক গুলিতে রক্তের যোগান নেই বললেই চলে। এই সংকটময় পরিস্থিতিতে রক্তের চাহিদা পূরণে বরাবরই এগিয়ে আসে ত্রিপুরা স্টেট রাইফেলস। তাই রক্তের যোগান দিতে মেগা রক্তদান শিবিরের আয়োজন করে অষ্টম বাহিনী টিএসআর। লালছড়াস্হিত বাহিনীর হেডকোয়ার্টারে রক্তদান শিবিরের উদ্বোধন করেন ছামনু কেন্দ্রের বিধায়ক শম্ভুলাল চাকমা। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন রক্তদান মহৎ দান। মূর্মুষ রোগীদের জন্য প্রয়োজনীয় রক্তের চাহিদা তখনই পূরণ করা সম্ভব যখন মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই মহৎ দান এগিয়ে আসবে। বিশেষ অতিথির ভাষনে লংতরাইভ্যালী মহকুমা শাসক উওম কুমার ভৌমিক বলেন ব্লাড ব্যাংকগুলিতে রক্ত সংকট নিরসনে এ ধরনের মেগা রক্তদান শিবিরের প্রয়োজনীয়তা রয়েছে। সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বিভিন্ন ক্লাব এনজিওদের রক্তদান শিবিরের আয়োজনে এগিয়ে আসার আহ্বান রাখেন। মোট ৭৭ জন টিএসআর জোয়ান রক্ত দান করে। এই মেগা রক্তদান শিবিরে সভাপতিত্ব করেন অষ্টম বাহিনী টিএসআর কমান্ডেন্ট অমরজিৎ দেববর্মা।

You may also like

Leave a Comment