159
ধর্মনগর প্রতিনিধি।
ধর্মনগরের পদ্মস্হিত শিব ও গোরক্ষনাথ মঠে দুই দিনব্যাপী জন্ম জয়ন্তী উৎসব পালিত হয় মহা ধুমধাম। ৩০ ডিসেম্বর এবং ৩১ ডিসেম্বর দুই দিনব্যাপী এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন যোগগুরু মোহন্ত শিবনাথজি মহারাজ। ৩০ ডিসেম্বর উলু ধ্বনি, অংকন প্রতিযোগিতা, বিভিন্ন ধরনের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকাল ৪ টায় তিনজন মহারাজকে নিয়ে বিশাল রেলি ধর্মনগর শহর পরিক্রমা করে। ৩১ ডিসেম্বর দীক্ষাদান এবং ভক্তদের মধ্যে মহা প্রসাদ বিতরণ করা হয়। দুইদিনব্যাপী মহা আরম্ভরে পদ্মপুর জুড়ে এই অনুষ্ঠান পালিত হয়।