
প্রতিনিধি, বিশালগড় , ৩১ অক্টোবর।। বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেবের উদ্যোগে প্রতিমাসের শেষ মঙ্গলবার স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবার ষষ্ঠ মাসের রক্তদান শিবিরে ব্যপক উৎসাহ পরিলক্ষিত হয়। তিনি বিধায়ক নির্বাচিত হওয়ার পর রক্তের ঘাটতি পূরণের জন্য এই অভিনব উদ্যোগ নিয়েছেন। বিশালগড় মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংকে এই রক্তদান শিবিরে বিধায়কের আহ্বানে সাড়া দিয়ে সকল অংশের নাগরিক রক্তদানে অংশ নিচ্ছেন। মঙ্গলবার রক্তদান শিবিরে রক্তদাতাদের উৎসাহ প্রদানের জন্য উপস্থিত ছিলেন বিধায়ক সুশান্ত দেব, মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডাক্তার জে এম দাস। বিধায়ক সুশান্ত দেব বলেন নিয়মিত রক্তদান শিবির আয়োজন করায় রক্তের ঘাটতি খানিকটা হলেও পূরণ হয়েছে। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার আহবানে সারা রাজ্যে রক্তদান শিবির হচ্ছে। তবে দুর্গোৎসবের মরশুমে রক্তদান শিবির প্রায় বন্ধ ছিল বলা চলে। তাই এই সময়ে রক্তের চাহিদা পূরণের জন্য সকল অংশের নাগরিকদের কাছে রক্তদানে এগিয়ে আসার জন্য আবেদন জানান তিনি।