Home » বিশালগড়ে আনন্দমার্গের বিজয়া সম্মিলনীতে সাংবাদিক সংবর্ধনা

বিশালগড়ে আনন্দমার্গের বিজয়া সম্মিলনীতে সাংবাদিক সংবর্ধনা

by admin

প্রতিনিধি, বিশালগড়, ৩১ অক্টোবর।। এক ব্যতিক্রমী বিজয়া সম্মিলনীর সাক্ষী রইল বিশালগড়। স্থানীয় আনন্দমার্গ স্কুলের উদ্যোগে সোমবার সন্ধ্যায় বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়। সূর্য কিরণ মিলনায়তনে মঙ্গলদীপ প্রজ্বলন এবং উলুধ্বনিতে আয়োজিত সম্মিলনীর উদ্বোধন করা হয়। স্বাগত বক্তব্য রাখেন আনন্দ মার্গ স্কুলের চেয়ারম্যান ননীগোপাল দেবনাথ। তিনি বলেন সমাজকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে কৃষক শ্রমিক শিক্ষক ডাক্তার পুলিশ অফিসার সকলের অবদান রয়েছে। ঠিক তেমনি সমাজকে সঠিক দিশায় পরিচালিত করার ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। মেধা মননে শ্রেষ্ঠ জাতি বাঙালি। কুসংস্কার মুক্ত নেশা মুক্ত সমৃদ্ধ সমাজ গঠনে বাঙালিদের ঐক্যবদ্ধ হতে হবে। সম্পূর্ণ অনুষ্ঠান ছিল বাঙালিয়ানার ছাপ। কেউ ধুতি পাঞ্জাবী আবার কেউ পায়জামা পাঞ্জাবি পরিধান করে অংশ নিয়েছেন অনুষ্ঠানে। বাংলা কবিতা আবৃত্তি, বাংলা গান, বাংলা গানের তালে নৃত্য সবমিলিয়ে এক অপূর্ব নান্দনিকতার ছোঁয়া ছিল গোটা অনুষ্ঠানে। নবগঠিত শ্রীভূমি মিউজিক্যাল গ্রুপ মাতিয়ে তুলে। বাংলা গানের তালে কোমর দোলায় আনন্দ মার্গ স্কুলের চেয়ারম্যান শিক্ষক শিক্ষিকা সহ সাংবাদিকরা। কুয়াশা ভেজা অনন্য সন্ধ্যায় নিজস্ব সংস্কৃতিতে ভর করে আনন্দে মেতে ওঠে সবাই। বিশালগড় প্রেস ক্লাবের সভাপতি ভবতোষ ঘোষ বলেন প্রাচীন কাল থেকে আজ পর্যন্ত সমাজকে সঠিক দিশা দেখানোর গুরুদায়িত্ব পালন করেছে বাঙালিরা। স্বাধীনতা আন্দোলনে বাঙালির গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে। শিক্ষা সংস্কৃতি সর্বদিক দিয়ে সমৃদ্ধ বাঙালিরা। বাঙালিরা আজ রাষ্ট্র রাজ্যের সীমানা প্রাচীরে বিভাজিত থাকলেও সুস্থ সংস্কৃতির বিকাশে সবাইকে এক দিশায় কাজ করতে হবে। অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন সাংবাদিক সাধন দেবনাথ, সমীর ভৌমিক, তাজুল ইসলাম, খোকন ঘোষ, হারাধন দেবনাথ, গৌতম ঘোষ, ব্রাত্য রায়, জীবন সাহা, অজয় পাল সহ প্রায় ত্রিশ জন সাংবাদিক এবং সংবাদ কর্মী। এদিন সাংবাদিকদের সংবর্ধনা জ্ঞাপন করে বিজয়ার শুভেচ্ছা বিনিময় করেন আনন্দ মার্গ স্কুলের চেয়ারম্যান তথা রাজ্যের ইতিহাস গবেষক ননীগোপাল দেবনাথ। শেষে মিলিত ভোজন পর্বে অংশ নেন সবাই।

You may also like

Leave a Comment