প্রতিনিধি মোহনপুর:-বিজেপি মোহনপুর মন্ডল কমিটির উদ্যোগে মোহনপুর পঞ্চায়েত সমিতির কনফারেন্স হলে এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় সোমবার। এই সাংগঠনিক সভাতে সমস্ত বুথ স্তরে বুথ পালক হিসেবে একেক জনকে দায়িত্ব দেওয়া হয়েছে। যারা আগামী দিনে বুথ স্তরে নিজ নিজ দায়িত্ব পালন করবেন।
২ নং মোহনপুর বিধানসভার সমস্ত বুথ স্তরের কার্যকর্তা এবং নেতৃত্বদের নিয়ে এক সাংগঠনিক বৈঠকের মধ্য দিয়ে বিভিন্ন বিষয় নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয় সোমবার। এদিনের এই সভাতে মূলত বুথ পালক হিসেবে প্রত্যেক বুথ থেকে একেক জনকে দায়িত্ব দেওয়া হয়েছে। এই কর্মসূচি গ্রহণকে কেন্দ্র করে এদিন বিস্তারিত আলোচনা করেছেন দলীয় নেতৃত্বদের পাশাপাশি মন্ত্রী রতন লাল। এই দিনে এই সভাকে কেন্দ্র করে দলিয় কর্মী এবং নেতৃত্বদের সাথে বিজয়া দশমীর শুভেচ্ছা বিনিময় করলেন মন্ত্রি রতল লাল নাথ। এই সভাতে মন্ত্রী আহ্বান করেন যাদেরকেই বুথ পালক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে প্রত্যেকে নিজ নিজ এলাকার বোথ গুলোতে সঠিকভাবে দায়িত্ব পালন করতে। সভাতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহনপুরে মন্ডল সভাপতি ধীরেন্দ্র দেবনাথ, মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন রিনা দেববর্মা এবং অন্যান্যরা।
মোহনপুরে ‘বুথ পালক’ নির্ণ সভা অনুষ্ঠিত
191