Home » শিক্ষিত ভারত, সুস্থ ভারত, সমৃদ্ধ ভারত – এই স্লোগানকে সামনে রেখে একল অভিযান ত্রিপুরা ভাগের ধর্মনগর অঞ্চল সম্মেলন সম্পন্ন হয় ফটিকরায় নজরুল কলা কেন্দ্রে।

শিক্ষিত ভারত, সুস্থ ভারত, সমৃদ্ধ ভারত – এই স্লোগানকে সামনে রেখে একল অভিযান ত্রিপুরা ভাগের ধর্মনগর অঞ্চল সম্মেলন সম্পন্ন হয় ফটিকরায় নজরুল কলা কেন্দ্রে।

by admin

ধর্মনগর ,
২৮ মে রবিবার শিক্ষিত ভারত, সুস্থ ভারত, সমৃদ্ধ ভারত – এই স্লোগানকে সামনে রেখে একল অভিযান ত্রিপুরা ভাগের ধর্মনগর অঞ্চল সম্মেলন সম্পন্ন হয় ফটিকরায় নজরুল কলা কেন্দ্রে। একল অভিযান ধর্মনগর অঞ্চলের ঊনকোটি ও উত্তর ত্রিপুরা জেলার ১২টি সঞ্চ থেকে আগত প্রায় সহস্রাধিক কর্মকর্তা এই সম্মেলনে অংশগ্রহণ করে। সম্মেলনের প্রথমেই উপস্থিত কর্মকর্তারা এক বর্ণাঢ্য রেলি বের করে সমগ্র বাজারসহ ফটিক রায়ের পার্শ্ববর্তী এলাকা পরিক্রমা করে। রেলীর শুরুতেই পূজার্চনার মধ্য দিয়ে নারিকেল ভেঙ্গে শোভাযাত্রার শুরু করেন একল অভিযান ত্রিপুরা ভাগের সভাপতি শ্রীমন্ত পাল । রেলিতে অংশ নেন একল অভিযানের ত্রিপুরা ভাগের সকল পদাধিকারী সহ বিভিন্ন অঞ্চল ও সঞ্চ এর কর্মকর্তারা।প্রায় পাঁচ শতাধিক কর্মকর্তা রেলীতে অংশ নেয় । রেলি শেষে ফটিকরায় নজরুল কলা কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে শুরু হয় সম্মেলন। সম্মেলনে মন্ত্রী সুধাংশু দাস উপস্থিত থাকার কথা থাকলেও অনিবার্য কারণবশত বহিরাজ্যে থাকায় তিনি অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি । প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে সম্মেলনের সূচনা করেন অমলেন্দু দাস, সভাধিপতি ঊনকোটি জেলা পরিষদ এবং একল অভিযান ত্রিপুরা ভাগের সভাপতি শ্রীমন্ত পাল সহ মঞ্চে উপস্থিত অতিথিরা । মঞ্চে উপস্থিত ছিলেন অমলেন্দু দাস, সভাধিপতি ঊনকোটি জেলা, জগদীশ দেবনাথ , সম্পাদক দক্ষিণ পূর্ব উত্তর সম্ভাগ , একল অভিযান, শ্রীমন্ত পাল, সভাপতি ত্রিপুরা ভাগ , লিপ্টু পাল, সম্পাদক ত্রিপুরা ভাগ, শক্তি নারায়ন ভৌমিক ,সভাপতি হরি কথা ঞ্জান ত্রিপুরা ভাগ ,স্বপন কুমার দাস, সভাপতি জাগরণ শিক্ষা ত্রিপুরা ভাগ , ডক্টর রঘু রঞ্জন দাস ,সদস্য ত্রিপুরা ভাগ, ডক্টর সুজিত দাস ,সদস্য ত্রিপুরা ভাগ, ডঃ রুমা সূত্রধর ,সদস্যা ত্রিপুরা ভাগ ,টুশি চৌধুরী ,সম্পাদিকা ধর্মনগর অঞ্চল , বিশেষ অতিথি হিসাবে শিক্ষাবিদ নিরঞ্জন দাস । অতিথিদের প্রথমেই চন্দনের ফোঁটা ও উত্তরীও দিয়ে বরণ করেন একল অভিযানের কর্মকর্তারা । এরপর সংগঠনের কর্মকর্তারা উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করে। স্বাগত ভাষণ রাখেন একল অভিযানের অঞ্চল সভাপতি সৌমিত্র দে ।একল অভিযান ত্রিপুরা ভাগ সভাপতি শ্রীমন্ত পাল বলেন ভারতবর্ষকে জগত সভায় শ্রেষ্ঠ আসনে প্রতিষ্ঠিত করা হচ্ছে আমাদের মূল লক্ষ্য। কিন্তু এটা যে একমাত্র আমাদের একল অভিযানের উদ্দেশ্য তা নয় , এটা আমাদের ভারতবর্ষের প্রতিটি ভারতবাসীর দায়িত্ব ও কর্তব্য। এর জন্য প্রত্যেক ভারতবাসীকে এই দায়িত্ব পালনে উদ্বুদ্ধ হওয়া একান্ত প্রয়োজন । একে একে অতিথিরা প্রত্যেকেই তাদের মূল্যবান বক্তব্য উপস্থাপন করেন। দ্বিতীয়ার্ধে শুরু হয় ধর্মনগর অঞ্চলের বারোটি সঞ্চ থেকে আগত শিল্পীদের দ্বারা প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ।প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিরা । অনুষ্ঠান শেষে সভাপতি তথা একল অভিযান ধর্মনগর অঞ্চলের সভাপতি সৌমিত্র দে এর সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে সম্মেলনের সমাপ্তি ঘোষণা হয়।

You may also like

Leave a Comment