প্রতিনিধি, উদয়পুর :-
মঙ্গলবার উদয়পুরে ভারত সরকারের গৃহ মন্ত্রণালয় ও ত্রিপুরা রাজ্য সরকার, নগর উন্নয়ন দপ্তরের নির্দেশনায় স্বচ্ছ ভারত মিশন কে বাস্তবায়নের লক্ষ্যে আগামী ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস উদযাপনকে কেন্দ্র করে উদয়পুর পৌর পরিষদের উদ্যোগে “মেরি লাইফ মেরি স্বচ্ছ শহর” নামে সচেতনতামূলক রেলি কর্মসূচি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদয়পুর পৌর পরিষদের প্রধান নির্বাহী অধিকর্তা শ্রী রিঙ্কু, উদয়পুর পৌর পরিষদের পৌরপিতা শীতলচন্দ্র মজুমদার, উদয়পুর পৌর পরিষদের ভাইস চেয়ারপার্সন প্রদীপ দেবনাথ সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলার গণ। উদয়পুর পৌর পরিষদের উদ্যোগে বিভিন্ন পরিকল্পনা সহ হাতে নেওয়ার মধ্যে দিয়ে একমাত্র সচেতনতামূলক কর্মসূচি হল “মেরি লাইফ মেরি স্বচ্ছ শহর”। উদয়পুর শহরকে দুর্গন্ধ মুক্ত ও সুন্দর করার লক্ষ্যে উদয়পুর পৌর পরিষদ কাজ করে যাচ্ছে, তার এই অঙ্গ হিসাবে এই দিন এই রেলিটি উদয়পুর পৌর পরিষদের সামনে থেকে এক সুবিশাল বাই সাইকেল ও বাইক রেলির মাধ্যমে সচেতনতার বার্তা পৌঁছে দিতে অনুষ্ঠিত হয় । এই সচেতনতামূলক প্রচার অভিযান খুশির বার্তা জানান সাধারণ জনগণ থেকে শুভবুদ্ধি জনগণ।