Home » বার্মিজ সিগারেট, আটক ধর্মনগরে।।

বার্মিজ সিগারেট, আটক ধর্মনগরে।।

by admin

ধর্মনগর প্রতিনিধি : আজ অবৈধ বার্মিজ সিগারেট পাচারের বিরুদ্ধে চলমান অভিযানে ফের সাফল্য পেল গোয়েন্দা বিভাগ এবং ধর্মনগর থানার পুলিশ । গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে শনিবার দুপুরে ধর্মনগর থেকে কৈলাসহর যাওয়ার পথে অফিসটিলা এলাকায় বিশেষ চেকিং চালানো হয়। এসময় সন্দেহজনকভাবে চলাচল করা একটি অল্ট্রো গাড়ি (নম্বর TR05-F-0208) আটক করা হয়।তল্লাশি চালিয়ে গাড়ি থেকে মোট ২৭ কার্টুন বার্মিজ সিগারেট উদ্ধার করে পুলিশ। একই সঙ্গে ঘটনাস্থল থেকে দুই যুবককে আটক করা হয়। আটকরা হলেন— গৌতম ত্রিপুরা (২৭) ও মৃন্ময় দাস (২৪), উভয়ের বাড়ি দামছড়া এলাকায়।পুলিশ জানিয়েছে, ধৃতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে এবং এদের পেছনে বড় কোনো চোরাকারবারি চক্র সক্রিয় আছে কিনা, তা খতিয়ে দেখা হবে। তবে বার বার ধর্মনগর থানার হাতে অবৈধ বার্মিজ সিগারেট উদ্ধরের ঘটনায় ফের আঙুল উঠছে দাম ছাড়া এবং পানিসাগর থানার বিরুদ্ধে। কেনোনা সিগারেট গুলি মিজোরাম হয়ে দাম ছাড়া থানা হয়ে বংসুল নাকা পয়েন্ট এবং পানিসাগর থানা এলাকার জলেবাসা নাকা পেরিয়ে ধর্মনগরে এসে কিভাবে ধরা পড়ছে। এই প্রশ্ন জনমনে ?

You may also like

Leave a Comment