109
- শান্তির বাজার প্রতিনিধি: আজ এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের
জাতীয় লাইভস্টক মিশন প্রকল্পে পাশাপাশি রাজ্য সরকারের প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের পরিকল্পনায় এক দিবসীয় মহকুমা ভিত্তিক গবাদি পশু-পাখি মেলা-২০২৫ এর আয়োজন করা হয় শান্তিরবাজার মহকুমায় জোলাই বাড়ি ব্লকের অন্তর্গত জোলাই বাড়ি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ।প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে আজকের এই এক দিবসীয় মহকুমা ভিত্তিক গবাদি পশু-পাখি মেলার শুভ সূচনা করেন টিআরপি, পিটিজি এবং সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, উদ্বোধকের পাশাপাশি উপস্থিত ছিল দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং, বকাফা পঞ্চায়েত সমিতি সমিতির চেয়ারম্যান কৃষ্ণাবতী রিয়াং,জোলাই বাড়ি পঞ্চায়েত সমিতি সমিতির চেয়ারম্যান তাপস দত্ত, শান্তিরবাজার পুরো পরিষদের পুরো মাতা স্বপ্না বৈদ্য, ভাইস চেয়ারম্যান সত্য ব্রত সাহা, বিশিষ্ট সমাজসেবী সুজিত দত্ত, ভাইস চেয়ারম্যান কেশব চৌধুরী, দপ্তর আধিকারিক সহ অন্যান্যরা। এই মেলা যারা বিভিন্ন গবাদি পশু পাখি নিয়ে মেলায় অংশগ্রহণ করেছেন তাদের উৎসাহিত করতে সকলকে দপ্তরের তরফ থেকে বিভিন্ন পুরস্কার প্রদান করা হয়। মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া আলোচনা করতে গিয়ে এই মেলার গুরুত্ব এবং তাৎপর্য তুলে ধরেন মেলায় উপস্থিত সকলের মধ্যে।শ্রী মন্ত্রী আরো বলেন সরকারের লক্ষ্য কৃষকদের আই দ্বিগুণ করা সেটিকে বাস্তবায়ন করতে সকলকে এগিয়ে আসার আহ্বান করেন পাশাপাশি আরো বলেন এ ধরনের মেলাকে কেন্দ্র করে আগামী দিন অনেকটা উৎসাহিত হবেন গ্রামীণ গবাদি পশু পাখি পালকরা। এই মেলাতে কেন্দ্র করে স্ব-সহায়ক দলের দলের মহিলারা বিভিন্ন স্টল খুলেন তাদের নিজের তৈরি বিভিন্ন সামগ্রী নিয়ে। জাতীয় লাইভস্টক মিশন প্রকল্পে এক দিবসীয় মহকুমা ভিত্তিক গবাদি পশু-পাখি মেলাকে কেন্দ্র করে উপস্থিত সকলের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করাগেল।