Home » উদয়পুর মহকুমা শাসকের অফিসে ভোগান্তির শিকার জনতা

উদয়পুর মহকুমা শাসকের অফিসে ভোগান্তির শিকার জনতা

by admin
  •  প্রতিনিধি , উদয়পুর :- উদয়পুর মহকুমা শাসকের অফিসে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছে জনগণ । সোমবার দুপুরে এই ধরনের ঘটনা সাক্ষী হয়েছে মহকুমার শাসকের অফিস । দেবজ্যোতি দেবনাথ নামে এক নাগরিক অভিযোগ করে বলেন , সোম , বুধ এবং শুক্রবার এই তিন দিন ওবিসি সার্টিফিকেট করার জন্য নির্ধারিত দিন ধার্য করা হয়েছে। গত শুক্রবার সকালে পাঁচ মিনিট দেরি হওয়ার কারণে কোন ধরনের কাগজপত্র রাখা হয়নি। কিন্তু সোমবার দেবজ্যোতি দেবনাথ ছেলেকে নিয়ে পুনরায় উদয়পুর মহকুমা শাসকের অফিসে আসেন ওবিসি সার্টিফিকেট করার জন্য। কিন্তু দেখা যায় দুপুর ১২ টা বেজে গেলেও কোন আধিকারিক আসেনি ওবিসি সার্টিফিকেট তৈরি করার সে কক্ষে। পরবর্তী সময়ে একজন আসলেও এক খারাপ ব্যবহারে লিপ্ত হন। দিনের পর দিন যেভাবে উদয়পুর মহকুমার শাসকের অফিসে জরুরী কাগজপত্র করতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছে জনগণ । তাতে করে একপ্রকার রাজ্য সরকারকেই বদনামের জায়গায় দাঁড় করাচ্ছে একাংশ কর্মচারী। রীতিমতো ক্ষোভ উগরে দেয় ক্ষুব্ধ জনতা ।

You may also like

Leave a Comment