Home » সরকারি মোটর পাম্পের যন্ত্রাংশ চুরি , ক্ষতি ৬০ হাজার টাকা

সরকারি মোটর পাম্পের যন্ত্রাংশ চুরি , ক্ষতি ৬০ হাজার টাকা

by admin

প্রতিনিধি, উদয়পুর :- উদয়পুর শহর লাগুয়া বিভিন্ন এলাকাগুলিতে ঘটছে প্রতিদিন চুরির ঘটনা । এবার রাধা কিশোরপুর থানার অন্তর্গত রাজার বাগ ১৬ নম্বর ওয়ার্ডে গোমতী নদী লাগুয়া পাম্প মোটর ঘরে চুরি কান্ড সংগঠিত হয় । কৃষকদের জন্য দেওয়া হয়েছিল এই পাম্প মেশিন। কৃষকদের জমিতে কৃষি কাজ করার জন্য দেওয়া হয়েছিল জলের পাম্প মোটরটি। রবিবার গভীর রাতে মোটরের বিভিন্ন সামগ্রী নিয়ে চম্পট দেয় চোরের দল । পাম্প অপারেটর কবির মিঞা জানান , চোরের দল প্রায় পঞ্চাশ হাজার টাকার সামগ্রী চুরি করে নিয়ে যায়। আজ সকালে এই ঘটনা লক্ষ্য করেন পাম্প মেশিন চালু করতে এসে। তিনি জানান রাধাকিশোরপুর থানায় এই চুরির ঘটনা জানানো হয়। পুলিশের কোন ধরনের সারা শব্দ পাওয়া যায়নি । গ্রামবাসীর অভিযোগ করেন রাতে কোন ধরনের পুলিশি টহলদারি থাকছে না এলাকার মধ্যে। রাধা কিশোরপুর থানার পুলিশ একদিকে যখন থানার মধ্যে কালী পূজা নিয়ে ব্যস্ত রয়েছে অন্যদিকে শহরের লাগুয়া বিভিন্ন গ্রামে ঘটে চলেছে চুরির ঘটনা। নিরাপত্তাহীনতায় ভুগছে উদয়পুরবাসী। অন্যদিকে রাধা কিশোরপুর থানার পুলিশ সর্বাত্মকভাবে ব্যর্থ সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে। সব মিলিয়ে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন গ্রামবাসীরা।

You may also like

Leave a Comment