প্রতিনিধি কৈলাসহর:-বাংলাদেশের বর্তমান অস্থির পরিস্থিতির কারণে অনুপ্রবেশের মাত্রা বেড়েই চলেছে।অবৈধভাবে ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত পাড় হতেই বাংলাদেশের নাগরিক সহ ভারতীয় দালাল আটক বি.এস.এফের হাতে।ঘটনা কৈলাসহর থানা এলাকায়। ঘটনা সম্পর্কে কৈলাসহর থানার ওসি সুকান্ত সেন চৌধুরী জানান যে, কৈলাসহর থানার অন্তর্ভুক্ত সমরুরপাড় গ্রাম পঞ্চায়েত এলাকার ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত অবৈধভাবে পাড় হয়ে আসার সময় টহলরত বি.এস.এফ জওয়ানরা দুইজনকে আটক করে সমরুরপাড় বি.ও.পি-তে নিয়ে যায়।ঘটনা রবিবার গভীর রাতে।বি.এস.এফ জওয়ানরা সমরুরপাড় বি.ও.পি-তে আটক দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে যে,আটক দুই ব্যক্তির মধ্যে একজনের নাম সুজন আলমিক(১৯) সুজন আলমিক বাংলাদেশের নাগরিক।সুজনের বাড়ি বাংলাদেশের মৌলভীবাজার জেলার শ্রীমংগল থানাধীন। আটক অপর ব্যক্তির নাম মতিলাল মুন্ডা(৩৫) মতিলাল মুন্ডার বাড়ি কৈলাসহরের মনুভ্যালী এলাকায়।আটক দুই ব্যক্তিকে সমরুরপাড় বি.ও.পি-এর ১৯৯ ব্যাটেলিয়ন বি.এস.এফ জওয়ানরা সোমবার বিকেলে কৈলাসহর থানার পুলিশের হাতে তোলে দেয়।মতিলাল মুন্ডার মাধ্যমেই বাংলাদেশের নাগরিক সুজন আলমিক আন্তর্জাতিক সীমান্ত পাড় হয়েছিল।মতিলাল মুন্ডা দালালের কাজ দীর্ঘদিন ধরেই করছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। বি.এস.এফের অভিযোগ মুলে পুলিশ কৈলাসহর থানায় একটি মামলা রেজিষ্ট্রি করেছে।মামলার নম্বর হলো KLS/PS/122/2024. বাংলাদেশের নাগরিক সুজন আলমিক সহ ভারতীয় দালাল মতিলাল মুন্ডাকে সোমবার বিকেলে কৈলাসহর আদালতে প্রেরণ করা হয়েছে।
89
previous post