Home » শরনার্থীদের পাশে কৈলাসহর লায়ন্স ক্লাব

শরনার্থীদের পাশে কৈলাসহর লায়ন্স ক্লাব

by admin

প্রতিনিধি কৈলাসহর:-গত দুদিন ধরে ঘূর্ণিঝড় রেমালের দাপটে সারা রাজ্যের সাথে কৈলাসহরেও অবিরাম বৃষ্টিপাত অবাহত রয়েছে।বিশেষ করে ঊনকোটি জেলায় রেকর্ড বৃষ্টির ফলে মহকুমার অনেক অংশ প্লাবিত হয়েছে।তাই অনেক অঞ্চলের পরিবার কচি-কাচা বাচ্চা ও আবাল বৃদ্ধ বনিতারা আশ্রয় নিয়েছেন মহকুমার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে।এরকমই গোবিন্দপুরের বাঁধ সংলগ্ন প্রায় ১৫০ পরিবার আশ্রয় নিয়েছে পাশের রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠানে। এমতাবস্থায় মহকুমা শাসকের অফিস থেকে অনুরোধ আসায় কৈলাসহর লায়ন্স ক্লাব সকল শরণার্থীদের জন্য আজ রকমারি বিভিন্ন আইটেম সহ দুপুরের খাবারের আয়োজন করেছেন।২০১৮ সালের সেই ভয়াবহ বন্যার সময়ও কৈলাসহর লায়ন্স ক্লাবের ভূমিকা সর্বজনবিদীত।আর্ত মানুষের সেবায় দিবারাত্র নিয়োজিত ছিলেন সকল লায়ন সদস্য সদস্যরা।শুধু বন্যাই নয় কোরনা মহমারীর
সময়ও কন্টেইনমেন্ট জোনে থাকা করোনা আক্রান্তদের পাশে রাত জেগে ওনাদের পরিষেবা দিয়েছে লায়ন্স ক্লাব।যা সারা ত্রিপুরাবাসী প্রত্যক্ষ করেছে।এবারও পরিস্থিতির আভাস পেয়ে ক্লাব পুরোদমে প্রস্তুত ছিলো।তার মধ্যে প্রশাসন থেকে সংবাদ পাওয়া মাত্রই উনারা আজ ওই প্রতিষ্ঠানে আশ্রয় গ্রহণকারী সকলকে মধ্যাহ্ন ভোজন করিয়েছেন এবং রাতের জন্যও অতিরিক্ত খাবার ও পানীয় জল দিয়ে এসেছেন।উক্ত সেবামূলক কর্মকান্ডে উপস্থিত ছিলেন অতিরিক্ত মহকুমা শাসক নবকুমার জমাতিয়া ও ক্লাবের সদস্য ও সদস্যাবৃন্দ।মুলত ক্লাবের মহিলা সদস্যারাই আজকের খাবার বানিয়েছেন ও পরিবেশন করেছেন।
আগামীতে এরকম পরিস্থিতিতে ক্লাব ওনাদের অন্যান্য স্বাভাবিক কাজকর্মের সাথে সাথে আপতকালীন পরিষেবা চালিয়ে যাবেন বলে ক্লাবের সভাপতি লায়ন সুপ্রিয় দেবরায় জানিয়েছেন।

You may also like

Leave a Comment