প্রতিনিধি, উদয়পুর :-
জনজাতি কৃষ্টি, ঐতিহ্য ও সংস্কৃতিকে রক্ষা করবার জন্য শ্রীশ্রী শান্তিকালী মহারাজের সংগ্রাম, ত্যাগ ও আত্মবলিদানকে পাথেয় করে সদ্য পদ্মশ্রী সন্মান প্রাপক
চিত্ত রঞ্জন দেববর্মার
নিরলস ও বিরামহীন প্রয়াস আজ সমাজের সর্বস্তরে আদৃত। স্বধর্মের প্রচার এবং প্রসারে তিনি এক অনুসরণযোগ্য উদাহরণ। আর্থিকভাবে পিছিয়ে পড়া জনজাতি শিশুদের শিক্ষাদানের জন্য বহু আবাসিক বিদ্যালয় স্থাপন করে তাদেরকে আলোয় উত্তরণের দিশা দেখিয়েছেন। সনাতনী আদর্শ হতে বিচ্যুত মানুষকে সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনতে উনার ঐকান্তিক উদ্যমের বার্তা রাজ্যের সীমা ছাড়িযে বহুদুর অবধি বিস্তৃত। দেশের চতুর্থ সর্বোচ্চ অসামরিক সম্মাননা ‘পদ্মশ্রী’ প্রাপ্তি বিপন্ন সমাজকে রক্ষায় আজীবন প্রচেষ্টারই স্বীকৃতি। গোমতী জেলা বিএমএসের পক্ষ থেকে চিত্ত রঞ্জন দেববর্মা সংবর্ধিত করা হয় অমরপুর সরবং শান্তিকালী আশ্রমে।
আজকের অনুষ্ঠানে উপস্থিত অমরপুরের বিধায়ক রঞ্জিত দাস, জেলা বি এম এস এর প্রতিনিধিদের মধ্যে ছিলেন গোমতী জেলা বি এম এস সভাপতি গৌতম দাস,রাজ্য কমিটির সদস্য দ্বিগবিজয় ভাওয়েল, পুরনজিৎ দাস, স্বপন মন্ডল, প্রদীপ মজুমদার, অনুপ সরকার সহ BMS গোমতী জেলার অন্যান্য পদাধিকারীগণ।