প্রতিনিধি, গন্ডাছড়া ২৯ ডিসেম্বর:- আগামী ৫শেই জানুয়ারি থেকে ১১ই জানুয়ারি পর্যন্ত অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগরে অনুষ্ঠিত হবে এন এস এস এর জাতীয় সংহতি শিবির । দেশের ১৩টি রাজ্য থেকে প্রায় ২০০ জন ছাত্র-ছাত্রী এবং প্রত্যেক রাজ্য থেকে ১জন এন এস এস প্রোগ্রাম অফিসার সংহতি শিবিরে অংশগ্রহণ করবেন। এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য রাজ্য থেকে যাচ্ছেন ১০জন এন এস এস স্বেচ্ছাসেবী। এই দলে থাকার সুযোগ পেয়েছেন গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ৫ জন স্বেচ্ছাসেবীকা এবং ৩ জন স্বেচ্ছাসেবক। রাজধানীর এম বি বি কলেজ থেকে রয়েছেন ২ জন স্বেচ্ছাসেবক। অংশগ্রহণকারী এই রাজ্য দলকে নেতৃত্ব দেবেন গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষক তথা এন এস এস প্রোগ্রাম অফিসার ভাস্কর ঘোষ । শুক্রবার এ বিষয়ে সাংবাদিক সম্মেলন করে গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক খজেন্দ্র ত্রিপুরা বিদ্যালয়ের পক্ষ থেকে রাজ্যের এনএসএস কর্মকর্তাদের ধন্যবাদ জানান। তিনি আরো জানান গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় প্রত্যন্ত অঞ্চলের হলেও বিদ্যালয়ের এনএসএস ইউনিটের ৮জন ছাত্রছাত্রী এবার জাতীয় সংহতি শিবিরে সুযোগ পেয়েছে। বিদ্যালয়ের এনএসএস প্রোগ্রাম অফিসার হিসেবে ভাস্কর ঘোষ দায়িত্ব নেওয়ার পর থেকে ব্যাপকভাবে এন এস এস এর বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয় এবং সফলতার সঙ্গে এই কর্মসূচি গুলি বাস্তবায়নও করা হয়। পাশাপাশি সহকারী প্রধান শিক্ষক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের এই সফলতার পেছনে সাংবাদিকদের অবদানের কথা জানিয়ে বলেন এনএসএস এর প্রোগ্রাম গুলি সাংবাদিকরা ধারাবাহিকভাবে সংবাদ পরিবেশন করেছে বলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এই কর্মসূচি গুলি নজরে পড়েছে। আর এই কারণেই বিদ্যালয়ের ছেলেমেয়েরা সুযোগটা পেয়েছে বলে তার ধারণা। এর জন্য তিনি বিদ্যালয়ের পক্ষ থেকে সাংবাদিকদেরও ধন্যবাদ জানান।
জাতীয় সংহতি শিবিরে ত্রিপুরা দলে গন্ডাছড়ার ৯জন, খুশির হাওয়া ছাত্র ,শিক্ষক, অভিভাবক মহলে।
by admin
written by admin
121
previous post
চড়িলামে বিকশিত ভারত সংকল্প যাত্রা অনুষ্ঠিত
next post