Home » মোবাইল চুরি করে গণধোলাই এর শিকার হলো এক যুবক।

মোবাইল চুরি করে গণধোলাই এর শিকার হলো এক যুবক।

by admin

মোবাইল চুরি করে গণধোলাই এর শিকার হলো এক যুবক। ঘটনা শুক্রবার দুপুরে খোয়াই এর প্রাণকেন্দ্র সুভাষ পার্ক এলাকায়। ধৃত মোবাইল চোরের নাম বাপন দেববর্মা। বাড়ির আগরতলায়। গতকাল বাপন দেববর্মা খোয়াই তে তার এক নিকট আত্মীয়র বাড়িতে বেড়াতে আসে এবং গতকাল বিকাল চারটা নাগাদ সুভাষ পার্ক এলাকার জৈনক মোবাইল ব্যবসায়ী দুলাল দেবের দোকানে যায় পুরাতন একটি মোবাইলের লক ভাঙ্গতে। লক ভাঙ্গার কাজে যখন দোকান মালিক ব্যস্ত হয়ে পড়ে সেই সুযোগে বাপন দোকান থেকে পুরাতন একটি মোবাইল তার পকেটে পোড়ে নেয়। পাশাপাশি সেই সময় বাপন দোকান মালিকের নিকট ৫০০ টাকা ধারও চায়। কিন্তু দোকান মালিক টাকা দিতে অসমতি জানালে সে ফিরে যায়। পরবর্তী সময়ে দোকান মালিক সিসি টিভির ফটিজ দেখে বুঝতে পারে বাপন দেববর্মা তার দোকান থেকে একটি মোবাইল চুরি করে নিয়ে গেছে। এরপর বাপন দেববর্মার খুঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় দোকান মালিক দুলাল দেব। কিন্তু কোথাও তার কোন হাদিস পাওয়া যায়নি। শুক্রবার সকালে বাপন দেববর্মা পুনরায় সুভাষ পার্ক কোহিনুর কমপ্লেক্সে আসে। খবর পেয়ে ছুটে যায় দোকান মালিক দুলাল দেব। সেখানে গিয়ে তাকে পাকড়াও করে নিয়ে আসে নিজ দোকানে। শেষে তাকে জোর জিজ্ঞাসাবাদ চালালে সে ঘটনার সত্যতা স্বীকার করে নেয়। ঘটনাস্থলে উপস্থিত জনতা তাকে ধরে বেশ উত্তম মাধ্যম দেয় এবং পরবর্তী সময়ে তাকে খোয়াই থানার পুলিশের হাতে তুলে দেয়। ঘটনাকে কেন্দ্র করে এই দিন দিন দুপুরে খোয়াই শহরের প্রাণকেন্দ্র সুভাষ পার্ক এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। উল্লেখ্য সাম্প্রতিককালে খোয়াই শহর ও তার আশপাশ এলাকা গুলিতে চুরির ঘটনা মাত্রাতিরিক্ত ভাবে বেড়ে চলেছে। বিশেষ করে নেশাগ্রস্ত যুবকরা এই ধরনের চোরের ঘটনা সংগঠিত করেছে। দিন দুপুরে শহরের উপর পার্কিং করা অবস্থায় রাখা বাইসাইকেল ,বাইক, স্কুটি ইত্যাদি চুরি করে নিয়ে যাচ্ছে চোরের দল। চোরের উপদ্রবে অতিষ্ট হয়ে পড়েছেন খোয়াই বাসি। এ বিষয়ে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকেই।

You may also like

Leave a Comment