Home » তেলিয়ামুড়া বাজারে মহকুমা শাসক এবং খাদ্য দপ্তরের অভিযান এবং সচেতনতা মুলক প্রচার।

তেলিয়ামুড়া বাজারে মহকুমা শাসক এবং খাদ্য দপ্তরের অভিযান এবং সচেতনতা মুলক প্রচার।

by admin

তেলিয়ামুড়া বাজারে মহকুমা শাসক এবং খাদ্য দপ্তরের অভিযান এবং সচেতনতা মুলক প্রচার। তেলিয়ামুড়া মহকুমা শাসকের ডি সি এম, খাদ্য দপ্তরের নিয়ন্ত্রক, জেলা খাদ্য সুরক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে তেলিয়ামুড়া বাজারে সচেতনতা মূলক অভিযান সংঘটিত করা হয়। তেলিয়ামুড়া বাজারের ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ী, খাদ্য সামগ্রীর বিক্রির প্রতিষ্ঠান সহ বাজারের বিভিন্ন দোকান গুলোতে চলে এই অভিযান। এই অভিযান শেষে তেলিয়ামুড়া মহকুমা শাসক অফিসের ডি সি এম নাপ্পাদিত্য রায় জানান যে, সোমবার তেলিয়ামুড়া হাটবার। সাধারণত হাটবারের বাজারে ক্রেতা বিক্রেতার ভিড় বেশি থাকে। এই দিনে আজকের অভিযানের মূল উদ্দেশ্য হল ব্যবসায়ী ক্রেতা বিক্রেতাদের মধ্যে বেশি করে সচেতনতার বার্তা পৌছে দেওয়া যায় । যে সকল বেকারির তৈরী সামগ্রী, মিষ্টি ব্যবসায়ীরা সামগ্রী বিক্রি করছেন তার মেয়াদ রয়েছে কিনা,গুনমান যাচাই সহ ফাস্ট ফুডের দোকানের খাবার গুলো স্বাস্থ্য সম্মত ভাবে পরিবেশন করা, এছাড়াও প্লাস্টিক ব্যবহার ইত্যাদি বিষয়েই এদিনের এই অভিযান ও সচেতনতা মুলক প্রচার । তিনি আরও জানান মানুষকে সচেতন করার পাশাপাশি বিভিম্ন খাদ্য দ্রব্যের সেম্পল কালেকশন করে নেওয়া হয়েছে যা,ল্যাব টেস্টিংএ পাঠানো হবে। এক্ষেত্রে যে সকল ব্যবসায়ীদের দোকানে কিছু কিছু অসংগতি লক্ষ করা গেছে তাদেরকে মহকুমা খাদ্য দপ্তরে যোগাযোগ করার নির্দেশ প্রদান করা হয়েছে।এছাড়াও যে সকল খাবারের দোকানে কমার্শিয়াল গ্যাস সিলিন্ডার এর বদলে ডোমেস্টিক সিলিন্ডার ব্যবহার করছে সে সকল দোকানের সিলিন্ডার গুলোও সিজ করা হয়।এ ধরনের অভিযান আগামী দিনেও জারি থাকবে বলেও তিনি জানান। এদিনের এই অভযানে ডি সি এম বাপ্পাদিত্য রায় ছাড়াও উপস্থিত ছিলেন জেলা খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিক সমীর দেবনাথ, তেলিয়ামুড়া মহকুমা খাদ্য দপ্তরের নিয়ন্ত্রক শুভংকর চক্রবর্তী সহ পুলিশ প্রশাসন।

You may also like

Leave a Comment