Home » আশাবরী সংস্থার উদ্যোগে এক দিবসীয় কর্মশালা

আশাবরী সংস্থার উদ্যোগে এক দিবসীয় কর্মশালা

by admin

প্রতিনিধি কৈলাসহর:-ভারত সরকারের সামাজিক ন্যায় মন্ত্রণালয়ের অধীনে ন্যাশনাল ইনস্টিটিউট ফর এম্পাওয়ারমেন্ট অফ পারসন উইথ মাল্টিপল ডিজেবিলিটি চেন্নাই ইন কলাবারেশন উইথ আই সি ডি এস প্রজেক্ট গৌরনগর সোসাল ওয়েলফেয়ার এন্ড সোসিয়াল এডুকেশন ত্রিপুরা এবং আশাবড়ি আগরতলা সংস্থার উদ্যোগে একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ঊনকোটি কলাক্ষেত্রে। আশাকর্মী,অঙ্গনওয়াড়ী কর্মী এবং এনজিও ওয়ার্কাসদের নিয়ে এই বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়।প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা করেন কৈলাশহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায়।এছাড়া উপস্থিত ছিলেন নর্থইস্ট কর্ডিনেটর পি কামরাজ,ডিস্ট্রিক্ট নোডেল অফিসার ডক্টর অয়ন রায়, আইসিডিএস সুপারভাইজার পার্থ প্রতিম চৌধুরী,ত্রিপুরা সাইন্স ফোরামের ডিস্ট্রিক্ট কোডিনেটর প্রদীপ রঞ্জন পাল এবং আশাবরী সংস্থার সেক্রেটারি গোপাল বনিক। এছাড়া রিসোর্স পারসন হিসেবে ছিলেন আইনজীবী সন্দীপ দেবরায়,ডাক্তার অয়ন রায় এবং নর্থইস্ট কোডিনেটর পি কামরাজ।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আশাবড়ি সংস্থার সম্পাদক গোপাল বনিক।মূলত শূন্য থেকে ছয় বছর বয়স অবধি শিশুদের স্বাভাবিক এবং অস্বাভাবিক চলাফেরার উপর কিভাবে দিব্যাঙ্গজন সনাক্তকরণ করা হবে সে বিষয়েই এক দিবসীয় কর্মশালা অনুষ্ঠিত হয়।এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে দীর্ঘ ১৭ বছর যাবত আশাবরি সংস্থা রাজ্যের বুকে কাজ করে চলেছে।এই কাজের স্বীকৃতি স্বরূপ ভারত সরকার কর্তৃক দুইবার রাষ্ট্রপতি পুরস্কারে সম্মানিত হয়েছে আশাবড়ি সংস্থা।রাজ্যের প্রতিটি জেলায় সারা বছরব্যাপী এ ধরনের কাজের সাথে যুক্ত রয়েছে এই সংস্থা। এ ধরনের কর্মশালা সংশ্লিষ্ট সংস্থার উদ্যোগে পঞ্চম বারের মতো অনুষ্ঠিত হয়েছে জেলা সদর কৈলাসহরে।এরফলে যথেষ্ট উপকৃত হয়েছেন আশাকর্মী এবং অঙ্গনওয়াড়ী কর্মীরা।

You may also like

Leave a Comment