প্রতিনিধি কৈলাসহর:-ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হবার পর প্রথম লক্ষ্যই ছিল ন্যাশনাল হাইওয়ে তৈরির মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার সামগ্রিক উন্নয়ন সাধিত করা। আর সেই লক্ষ্যেই প্রায় চারটি ন্যাশনাল হাইওয়ের কাজ অবিভক্ত উত্তর জেলায় বাস্তবায়িত হচ্ছে।রাস্তা গুলো তৈরীর মাধ্যমে বদলে যাচ্ছে কৈলাশহর তথা কুমারঘাট ধর্মনগর এবং অন্যান্য মহকুমার সামগ্রিক চেহারা।আগামী ২০২৪ সালের লোকসভা ভোটের পূর্বেই কৈলাসহর কুমারঘাটের রাস্তা এবং কৈলাসহর- ধর্মনগরের ন্যাশন্যাল হাই ওয়ের কাজ সম্পন্ন হবে বলে সাংসদ রেবতি ত্রিপুরা এক প্রশাসনিক বৈঠকে একথা জানান।কৈলাসহর সার্কিট হাউসে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ রেবতি ত্রিপুরার উপস্থিতিতে এক প্রশাসনিক বৈঠক অনুস্টিত হয়।বৈঠকে সাংসদ রেবতি ত্রিপুরা ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক বিরজিত সিনহা,ঊনকোটি জেলা পরিসদের সভাধিপতি অমলেন্দু দাস,সহকারী সভাধিপতি শ্যামল দাস, কৈলাসহর পুর পরিসদের চেয়ারপার্সন চপলা রানী দেবরায়,ঊনকোটি জেলার জেলাশাসক তড়িৎ কান্তি চাকমা,কৈলাসহর এবং কুমারঘাটের মহকুমাশাসক সহ জেলার অন্যান্য জনপ্রতিনিধি সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। বৈঠক শেষে সাংসদ রেবতি ত্রিপুরা জানান যে,মুলত তিন মাস পর পর এই বৈঠক অনুষ্ঠিত হবার কথা থাকলেও বিধানসভা ভোটের কারণে প্রায় ছয় মাস পর এই বৈঠকটি অনুষ্টিত হয়েছে। ঊনকোটি জেলায় জল মিশন প্রকল্পে এবং প্রধানমন্ত্রী আবাস যোজনায় প্রায় ৮৫ শতাংশ কাজ হয়েছে।তাছাড়া কৈলাসহর কুমারঘাট রাস্তা এবং কৈলাসহর-ধর্মনগরের রাস্তা নির্মানকারী সংস্থার কর্মকর্তারা এই বৈঠকে উপস্থিত ছিলেন।রাস্তা নির্মানকারী সংস্থার কর্মকর্তারা এই বৈঠকে জানিয়েছেন যে,আগামী অক্টোবর নভেম্বরের মধ্যেই রাস্তাগুলোর কাজ সম্পন্ন হয়ে যাবে।তবে,সাংসদ রেবতি ত্রিপুরা খুবই আশাবাদী ২০২৪সালের লোকসভা ভোটের পূর্বে এই রাস্তা দুটোর কাজ সম্পন্ন হবার পর মানুষ চলাফেরা করতে পারবে। সার্বিক ভাবে ঊনকোটি জেলা এগিয়ে যাচ্ছে বলেও সাংসদ রেবতি ত্রিপুরা জানান। এছাড়াও কেন্দ্রীয় সরকারের অন্যান্য জনমুখী প্রকল্প গুলো নিয়ে বিশদ আলোচনা করেন সাংসদ রেবতী ত্রিপুরা।
116